ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বগুড়ার শিবগঞ্জে অগ্নিকান্ড

প্রকাশিত: ০৪:৫০, ৫ অক্টোবর ২০১৭

বগুড়ার শিবগঞ্জে অগ্নিকান্ড

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বুধবার ভোরে শিবগঞ্জ উপজেলার আমতলি বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে একটি বাড়ি ও ৮ ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। বগুড়া জেলা সদর, সোনাতলা ও গোবিন্দগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট সেখানে গিয়ে আগুন নেভায়। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিস কর্মী স্বপন আলী অসুস্থ হয়ে পড়েন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, আমতলি বাজারের হাজী কনফেকশনারি নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত। পরে তা আশপাশের দোকান ও ফরিদ উদ্দিন নামে এক ব্যক্তির বাড়িতে ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন, অগ্নিকান্ডে প্রায় ১৫/২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। সকালে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ উপজেলা প্রশাসনের অন্য কর্মকর্তরা ঘটনাস্থল পরিদর্শন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলমগীর কবীর জানান, ৮টি দোকান ও একটি বাড়ি অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতোমধ্যে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হয়েছে।
×