ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

যশোর হাইটেক পার্কে চাকরি মেলা আজ

প্রকাশিত: ০৪:৪৯, ৫ অক্টোবর ২০১৭

যশোর হাইটেক পার্কে চাকরি মেলা আজ

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ আজ বৃহস্পতিবার যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে বসছে চাকরি মেলা। মেলায় ৪০টি প্রযুক্তি প্রতিষ্ঠান তাদের লোকবল নিয়োগে প্রার্থী বাছাই করবে। যেহেতু প্রথম এমন একটি মেলা, তাই জনমনে প্রশ্ন কে বা কারা নিয়োগ দেবে, কতজন নিয়োগ পাবে, চাকরি প্রার্থীদের কি কি যোগ্যতা লাগবে, কিভাবে আবেদন করতে হবে, বাছাই প্রক্রিয়া কিভাবে হবে, নিয়োগ প্রক্রিয়াটি সরকারী কিনা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সূত্র জানায়, চাকরি পেতে গেলে প্রার্থীকে সশরীরে মেলায় উপস্থিত হতে হবে। মেলায় অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর স্টলে তাদের কর্মকা-ের বিস্তারিত জানানো হবে। স্টল থেকেই জানা যাবে কোন প্রতিষ্ঠান কি ধরনের কাজ করে। সেই কাজের ধরন অনুযায়ী কি পদে জনবল লাগবে। সেই পদের জন্য কি কি যোগ্যতা লাগবে তা জানানো হবে। যারা চাকরি পেতে ইচ্ছুক তারা মেলা ঘুরে ঘুরে যে প্রতিষ্ঠানের নিয়োগের সঙ্গে নিজে যোগ্য মনে করবেন সেই প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন। মেলা উদ্বোধনের পর থেকেই স্টলগুলো আবেদনকারীদের বায়োডাটা বা সিভি সংগ্রহ শুরু করবেন। সেগুলো যাচাই বাছাইয়ের পর আবেদনকারীদের স্পট ভাইভা নেবেন প্রতিষ্ঠানগুলো। এখানে তাদের প্রাথমিকভাবে নির্বাচন করা হবে। পরবর্তীতে প্রতিষ্ঠানগুলো চূড়ান্ত নিয়োগ প্রদান করবে। চাকরি মেলাটির আয়োজক বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ হলেও চাকরি প্রদানের কর্তৃপক্ষ হাইটেক পার্কে বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠানগুলো। মেলা চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। মেলা উদ্বোধন করবেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে বরাদ্দ প্রাপ্ত প্রতিষ্ঠান ওয়াটার স্পিডের স্বত্বাধিকারী মোস্তফা আশীষ ইসলাম জানান, চাকরি মেলায় আমরা মূলত দক্ষ কর্মী খুঁজব। কমিউনিকেশনে পারদর্শী তরুণ-তরুণীরাই থাকবে পছন্দের প্রথম তালিকায়। এক্ষেত্রে একাডেমিক যোগ্যতার পাশাপাশি তার বাচনভঙ্গির দিকেই বেশি নজর দেব। যশোর হাইটেক পার্কের প্রকল্প পরিচালক ও তথ্যপ্রযুক্তি বিভাগের যুগ্ম সচিব জাহাঙ্গীর আলম বলেন, মেলায় চাকরি প্রত্যাশীদের জন্য বিভিন্ন সেশন থাকছে। এর মধ্যে আছে সেমিনার, কর্মশালা, প্রতিষ্ঠিত ব্যক্তিদের দিক নির্দেশনামূলক বক্তব্য।
×