ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

শিশুর শিক্ষা সহায়ক পদ্ধতি ‘কুমন’ সেন্টার উদ্বোধন

প্রকাশিত: ০৮:১৮, ৪ অক্টোবর ২০১৭

শিশুর শিক্ষা সহায়ক পদ্ধতি ‘কুমন’ সেন্টার উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥ শিশুর জন্য ব্যতিক্রমধর্মী শিক্ষা সহায়ক পদ্ধতি ‘কুমন’ সম্প্রসারণের লক্ষ্যে দেশের প্রথম শিক্ষাকেন্দ্রটির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে রাজধানীর ধানম-ি ১৪ নম্বর সড়কে অবস্থিত এই শিক্ষাকেন্দ্রে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘কুমন সেন্টার’ নামে অভিহিত এই শিক্ষাকেন্দ্রটি পরিচালিত হবে ব্র্যাক-কুমন শীর্ষক ২৭ মাসব্যাপী একটি পাইলট প্রকল্পের আওতায়। প্রকল্পের পরবর্তী পর্যায়ে ২০১৯-২০২১ সালের মধ্যে ঢাকাসহ দেশের প্রধান শহরগুলোয় ২০টি কেন্দ্র চালু করা হবে, যেখানে শিশুরা কুমন পদ্ধতিতে গণিত ও ইংরেজী বিষয়ে তাদের সামর্থ্যরে বিকাশ ঘটানোর সুযোগ পাবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন স্যার ফজলে হাসান আবেদ। তিনি বলেন, ‘১৯৮৪ সালে ব্র্যাক যখন শিক্ষা কর্মসূচী চালু করে তখন থেকেই গুণগত শিক্ষার উপর গুরুত্ব দিয়ে আসছে। তাই আমি মনে করি, এটা জাপানের সঙ্গে আমাদের একটা ব্যতিক্রমী সহযোগিতার সম্পর্ক যেখানে ‘কুমন’ পদ্ধতিতে আমাদের শিশুরা এই শিক্ষা গ্রহণ করে মেধার বিকাশ ঘটাতে পারবে। পাশাপাশি আগামী দিনে গুণগত শিক্ষা উন্নয়নে ‘কুমন’ হতে পারে একটা বড় দৃষ্টান্ত। বিশেষ অতিথির বক্তব্যে কুমন এশিয়া ও ওশেনিয়ার প্রেসিডেন্ট আতসুশি ইয়ামাদা বলেন, ‘আমি বিশ্বাস করি, বাংলাদেশের শিশুদের স্বতন্ত্র মেধা বিকাশ ও গুণগত শিক্ষা নিশ্চিতকরণে ‘কুমন’ পদ্ধতির এই শিক্ষা গুরুত্বপূর্ণ অবদান রাখবে। কারণ ইতোমধ্যে এই শিক্ষা পদ্ধতি একটা দর্শন হিসেবে পরিচিতি লাভ করেছে।’ ১৯৫৮ সালে জাপানের শিক্ষক তরু কুমন শিক্ষার্থীদের নিজস্ব সামর্থ্য ও মেধা অনুযায়ী গণিত শেখাতে বিশেষ পদ্ধতি চালু করেন, যা ‘কুমন’ নামে পরিচিত।
×