ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সবচেয়ে দামী বাটি

প্রকাশিত: ০৬:০২, ৪ অক্টোবর ২০১৭

সবচেয়ে দামী বাটি

কোন চীনা সিরামিক পণ্যের এ পর্যন্ত বিক্রির সব রেকর্ড ভেঙ্গেছে মঙ্গলবার। এদিন হাজার বছরের প্রাচীন চীনের সোং রাজবংশের (৯৬০-১১২৭) ১৩ সেন্টিমিটারের সিরামিকের বাটি নিলামে বিক্রি হয়েছে ৩ কোটি ৭৭ লাখ ডলারে। লন্ডনের সোথবি এ নিলামের আয়োজন করে। নিলাম শুরুর মাত্র ২০ মিনিটের মাথায় সাংহাইয়ের এক টাইকুন টেলিফোনে ওই উজ্জ্বল নিলাভ বাটিটি উল্লিখিত দামে কিনে নেন। পৃথিবীতে এ ধরনের বাটি আছে আর মাত্র তিনটি। গার্ডিয়ান অন্ধকারে আইফেল টাওয়ার লাস ভেগাস এবং মার্সাই হামলার ঘটনায় নিহতদের স্মরণে সোমবার রাতে সব বাতি নিভিয়ে অন্ধকার করে রাখা হয় আইফেল টাওয়ার। কাবুল থেকে লন্ডন পর্যন্ত এতদিন যারা সন্ত্রাসী হামলার শিকার হয়েছে তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে প্যারিসের মেয়র এ্যানি হিদালগো তার টুইটার এ্যাকাউন্টে লিখেছেন, ‘মার্সাই ও লাস ভেগাসে হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ আমরা মধ্যরাত থেকে আইফেল টাওয়ারের আলো নিভিয়ে রাখব। ‘আমরা ঐক্যবদ্ধ’। -এএফপি।
×