ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের ভূমিকার প্রশংসা

বিদেশী ত্রাণকর্মীদের রাখাইনে যেতে দিন ॥ করবিন

প্রকাশিত: ০৬:০১, ৪ অক্টোবর ২০১৭

বিদেশী ত্রাণকর্মীদের রাখাইনে যেতে দিন ॥ করবিন

সাজিয়া স্নিগ্ধা, লন্ডন থেকে ॥ সমুদ্র সৈকতের পাড়ে অবস্থিত ব্রিটেনের ব্রাইটন শহরে গত ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং সর্বোচ্চসংখ্যক লেবার সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে লেবার পার্টির বার্ষিক সম্মেলন ২০১৭। পাঁচদিনের এ সম্মেলনে লেবার নেতা জেরেমি করবিন, সারাদেশ থেকে মনোনীত ১২০০ ডেলিগেট, ট্রেড ইউনিয়নের সদস্য এবং লেবার দলের নির্বাচিত সংসদ সদস্যগণ অংশগ্রহণ করেন। সম্মেলনের শেষ দিনে লেবার নেতা জেরেমি করবিন মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর দেশটির সেনাবাহিনী ও স্থানীয়দের চালানো সহিংসতায় নীরব থাকায় দেশটির নেত্রী আউং সান সুচির নিন্দা জানিয়ে রাখাইন প্রদেশে মিয়ানমারের নিষ্ঠুরতা বন্ধের আহ্বান জানান। তিনি বলেন, গণতন্ত্র ও মানবাধিকারের চ্যা¤িপয়ন হিসেবে পরিচিত আউং সান সুচিকে আমি বলতে চাই, মিয়ানমারের রোহিঙ্গাদের বিরুদ্ধে নির্মমতা বন্ধে যা কিছু করা সম্ভব করুন এবং জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থাগুলোকে রাখাইন রাজ্যে প্রবেশের অনুমতি দিন। রোহিঙ্গারা দীর্ঘদিন থেকেই নির্যাতিত। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, তিনি যদি নির্বাচিত হন তাহলে ব্রিটেনের পররাষ্ট্রনীতিতে বিশ্বের সংঘাতপূর্ণ এলাকায় রসদ দেয়া বন্ধ করে সমাধানের চেষ্টা করা হবে। সম্মেলনে ইন্টারন্যাশনাল পলিসি ফোরামের আলোচনায় লন্ডনের টাওয়ার হ্যামলেটস থেকে নির্বাচিত ডেলিগেটস, মাইলএন্ড লাইমহাউসের লেবার ট্রেজারার বাঙালী বংশোদ্ভূত সাজিয়া সুলতানা ¯িœগ্ধা মিয়ানমারের রোহিঙ্গা সঙ্কটে ব্রিটিশ সরকার এবং লেবার পার্টির কার্যক্রম ও পদক্ষেপসহ মিয়ানমার সেনাবাহিনীকে ব্রিটিশ সেনাবাহিনী কর্তৃক ট্রেনিং ও ফান্ডিং এবং ব্রিটেন ও মিয়ানমারের অস্ত্র চুক্তি স্থগিত করার বিষয়ে লেবারের ভূমিকা এবং বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের ব্রিটেন থেকে কি ধরনের সাহায্য সহযোগিতা করা যায় তা নিয়ে প্রশ্ন করেন স্যাডো ফরেন এ্যান্ড কমনওয়েলথ সেক্রেটারি এমেলি থর্নবেরি এমপিকে। তিনি জানান টেরেসা মের সরকারকে তারা এ বিষয়ে যথেষ্ট চাপে রেখেছেন।
×