ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চার তারকাযুক্ত নতুন লোগো ইতালির

প্রকাশিত: ০৫:৪১, ৪ অক্টোবর ২০১৭

চার তারকাযুক্ত নতুন লোগো ইতালির

স্পোর্টস রিপোর্টার ॥ ২০১৮ রাশিয়া বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে চার তারকাযুক্ত নতুন লোগো উন্মোচন করেছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)। সোমবার এ লোগো উন্মোচন করা হয়। ইতালি ফুটবল ফেডারেশনের সভাপতি কার্লো টাভেচ্ছিও এ প্রসঙ্গে বলেন, আমাদের ইতিহাসকে সঙ্গী করে তিন বছর আগে শুরু হয়েছিল এফআইজিসি’র নতুন লোগো তৈরির কার্যক্রম। নতুন এই লোগোতে চারবারের বিশ্বকাপ শিরোপা জয়ের একটি দৃশ্যমান প্রমাণ উপস্থাপিত হবে। কারণ গোটা জাতিই এই গৌরবে গৌরবান্বিত। নতুন লোগো প্রকাশের পাশাপাশি আধুনিক ডিজাইনের ২০১৮ সালের বিশ্বকাপের জন্য জাতীয় দলের নতুন জার্সিও তৈরির কাজ চলছে, যেটি চলতি মাসের শেষদিকে জনসম্মুখে উপস্থাপন করা হবে। ১৯১১ সালে প্রথমবারের মতো নীল জার্সি পরতে শুরু করে আজ্জুরিরা। এখন পর্যন্ত ব্রাজিল সর্বোচ্চ পাঁচবার বিশ্বকাপ জিতেছে। আর চারবার জিতে এর পরেই আছে ইতালি। অবশ্য জার্মানিও চারবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বকাপের শিরোপা জয় করে ইতালি। ‘বেয়াদব পিকে, বের হয়ে যাও’ স্পোর্টস রিপোর্টার ॥ ভালই বিপাকে আছেন জেরার্ড পিকে। নিজের প্রদেশ কাতালোনিয়ার স্বাধীনতার প্রশ্নে তিনি স্পেনের বিরোধিতা করেছেন। কিছুদিন আগে হওয়া গণভোটের আগে পিকে এও বলেছেন, প্রয়োজনে তিনি স্পেন জাতীয় দলের হয়ে খেলবেন না। বার্সিলোনা ডিফেন্ডারের এমন কথাবার্তা পছন্দ হয়নি স্পেনের সমর্থকদের। বিষয়টি তারা ভুলেও যায়নি। যার প্রমাণও মিলতে শুরু করেছে। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ সামনে রেখে স্পেন দল এখন অনুশীলন করছে। সেখানে চরিদিক থেকে ভেসে আসছে দুয়োধ্বনি। স্পেনের জাতীয় দল থেকে পিকেকে বের করে দেয়ার দাবিতে উত্তাল হয়ে উঠেছেন সমর্থকদের একাংশ। শুক্রবার বিশ্বকাপ বাছাইয়ে আলবেনিয়ার মুখোমুখি হবে ২০১০ বিশ্বকাপ জয়ী স্পেন। ওই ম্যাচের জন্য অনুশীলন সারতে সতীর্থদের সঙ্গে মাঠে নেমেছিলেন পিকে। এ সময় গ্যালারিতে উপস্থিত হাজার খানেক দর্শকের একাংশ পিকেকে উদ্দেশ করে দুয়ো দিতে থাকে। দর্শকদের কারও কারও হাতে তির্যক কথাযুক্ত প্ল্যাকার্ডও ছিল। কিছু প্ল্যাকার্ডে লেখা ছিল এ রকম, ‘বেয়াদব পিকে তুমি দল থেকে বেরিয়ে যাও।’ বিরূপ পরিস্থিতিতে দলের সতীর্থদের থেকে ভালই সাহায্য পেয়েছেন পিকে। রিয়াল ফরোয়ার্ড ইস্কো মাঠে প্রায় পুরোটা সময় দর্শকরোষ থেকে আগলে রেখেছেন পিকেকে। জর্ডি আলবা, মার্ক বাট্টা, পেড্রোদেরও সাহায্য পেয়েছেন পিকে। অনুশীলন শেষে কোন প্রতিক্রিয়া জানাননি পিকে। তার হয়ে প্রশ্নের জবাব দিয়েছেন বার্সা সতীর্থ সার্জিও বসকুয়েটস। তাকে প্রশ্ন করা হয়েছিল, পিকে কেমন আছেন? জবাবে ম্লান হাসি দিয়ে বসকুয়েটস বলেন, এমন পরিস্থিতিতে আপনি কেমন থাকতেন?
×