ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দেশ এখন গভীর সঙ্কটে ॥ রিজভী

প্রকাশিত: ০৫:৩৬, ৪ অক্টোবর ২০১৭

দেশ এখন গভীর সঙ্কটে ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ রোহিঙ্গাসহ বিভিন্ন কারণে দেশ এখন গভীর সঙ্কটে বলে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন আওয়ামী লীগ নেতারা এ সঙ্কট নিরসনকে বেশি গুরুত্ব না দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নোবেল পুরস্কার এনে দেয়ার লবিংয়ে ব্যস্ত। মঙ্গলবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জনগণের দুর্ভোগের দিকে না তাকিয়ে নোবেল পুরস্কারের জন্য ছুটছেন। যেন ‘রোম যখন জ্বলছে, নীরু তখন বাঁশি বাজাচ্ছে।’ তিনি বলেন, দেশে গণতন্ত্র নেই, আইনের শাসন নেই, মানুষের বাক-ব্যক্তি স্বাধীনতা নেই, জানমালের নিরাপত্তা নেই, বিরতিহীনভাবে গুম খুন, অপহরণ ও বিচার বহির্ভূত হত্যা চলছে। নারী-শিশু নির্যাতনের মাত্রাও এখন ভয়াবহ রূপ ধারণ করেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙ্গে পড়েছে। ভয়াল দুঃশাসনের কবলে গোটা জাতি। রিজভী বলেন, দেশের মানুষ এখন মহাদুর্যোগে। প্রধানমন্ত্রী জাতিসংঘের মতো আন্তর্জাতিক ফোরামে গিয়েও রোহিঙ্গা সঙ্কটের কোন সুরাহা করতে না পেরে ব্যর্থ হয়ে দেশে ফিরে আসছেন। তিনি বলেন, মিয়ানমার বাহিনীর গণহত্যা ও নির্যাতনে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের চুক্তিতে মিয়ানমার সম্মত হয়েছে বলে পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে জানিয়েছেন। জাতিসংঘকে পাশ কাটিয়ে এ ধরনের চুক্তি ভাওতাবাজি ছাড়া আর কিছুই নয়। রিজভী বলেন, মিয়ানমারের মন্ত্রী বাংলাদেশ সফরের সময়ও সেখানে রোঙ্গিাদের ওপর বর্বর নির্যাতন করা হয়েছে। তাদের নির্যাতনে সেখান থেকে এখনও হাজার হাজার রোহিঙ্গা পালিয়ে আসছেন। আর আমাদের পররাষ্ট্রমন্ত্রী দেশবাসীকে মন ভোলানো কথা বলেছেন। কিন্তু বৈঠকটি আইওয়াশ ছাড়া আর কিছুই নয়। বৈঠকে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত বাস্তবায়ন একটি সুদীর্ঘ বিলম্বিত পথ। রোহিঙ্গাদের পূর্ণ নিরাপত্তাসহ স্বদেশে ফেরত নেয়ার কোন তাগিদ নেই সেখানে।
×