ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা বিদ্রোহীদের নিয়ে ভিডিও পোস্ট করে মুকুট হারালেন মিস মিয়ানমার

প্রকাশিত: ০৫:৩৩, ৪ অক্টোবর ২০১৭

রোহিঙ্গা বিদ্রোহীদের নিয়ে ভিডিও পোস্ট করে মুকুট হারালেন মিস মিয়ানমার

জনকণ্ঠ ডেস্ক ॥ রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে রাখাইন রাজ্যের চলমান সেনা অভিযান নিয়ে একটি ভিডিও তৈরি করার দায়ে মিস মিয়ানমার তার মুকুট হারিয়েছেন। শিও ইয়েন শি নামের ওই মিস গ্রান্ড মিয়ানমার বিজয়ী রাখাইনের সঙ্কট জিইয়ে রাখার জন্য রোহিঙ্গা উগ্রপন্থীদের দায়ী করে গত সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। কিন্তু রবিবার প্রতিযোগিতার আয়োজকরা বিজয়ীর তালিকা থেকে তার নাম ফেলে দেন। আয়োজকদের অভিযোগ, ১৯ বছর বয়সী শিও ইয়েন সুন্দরী প্রতিযোগিতার চুক্তি ভঙ্গ করেছেন। তার আচরণ একজন অনুকরণীয় মানুষের মতো ছিল না। তবে আয়োজকরা বিবৃতিতে ওই ভিডিওর কথা উল্লেখ করেননি। খবর বিবিসি অনলাইনের। মঙ্গলবার এসে শিও ইয়েন শি তার মুকুট হারানোর সঙ্গে ওই ভিডিওর সংযোগ খুঁজে পান। ফেসবুকের এক পোস্টে বলা হয়েছে, রাখাইনে আরসা জঙ্গীদের সন্ত্রাসের রাজত্ব নিয়ে শিও ইয়েন একটি ভিডিও বানিয়েছেন। কিন্তু সুন্দরী প্রতিযোগিতায় অনুকরণীয় আদর্শ হিসেবে নিজের শোভনীয় ইমেজ ফুটিয়ে তুলতে তা ব্যর্থ হয়েছে। দেশের জন্য সত্য প্রকাশে নিজের খ্যাতির ব্যবহার করতে একজন মিয়ানমার নাগরিক হিসেবে সে বাধ্য। নিজের ফেসবুক পেজে ওই গ্রাফিক ভিডিওতে শিও ইয়েন বলেন, আরসার আইএস জঙ্গীদের স্টাইলের আন্দোলন ও হামলা সত্যিই ন্যক্কারজনক। তিনি গণমাধ্যমে দেশের বিরুদ্ধে অপপ্রচারের জন্য রাখাইন জঙ্গী ও তাদের সমর্থকদের দায়ী করেন। তিনি বলেন, রোহিঙ্গারা যদি নির্যাতনের শিকারও হয়ে থাকেন, তবুও তাদের এই প্রচার সংঘাত ও সহিংসতা বাড়াতে অগ্রভূমিকা রাখছে। তার ভিডিওতে মিয়ানমারের সেনাবাহিনী ও উগ্রবৌদ্ধরা যে রাখাইনে জাতিগত নিধন চালাচ্ছে, তা নিয়ে একটি কথাও বলা হয়নি। তিন মিনিট ৪১ সেকেন্ডের ওই ভিডিও ফেসবুকে ব্যাপকভাবে ভাইরাল হয়ে যায়। মিস গ্রান্ড মিয়ানমারের আয়োজকরা বলেন, তাকে দেয়া মুকুর, অর্থ ও ট্রাফি ফেরত দিতে হবে। শিও ইয়েনও এসব ফেরত সম্মানজনকভাবে ফেরত দিতে রাজি হয়েছেন।
×