ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ড. তমাল লতা আদিত্য ব্রির পরিচালক

প্রকাশিত: ০৫:২৪, ৪ অক্টোবর ২০১৭

ড. তমাল লতা আদিত্য ব্রির পরিচালক

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ দেশের বিশিষ্ট কৃষিবিজ্ঞানী ড. তমাল লতা আদিত্যকে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) পরিচালক (গবেষণা) পদে নিযুক্ত করা হয়েছে। সোমবার তিনি দায়িত্ব গ্রহণ করেন। এ পদে যোগদানের আগে তিনি এই ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও উদ্ভিদ প্রজনন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ব্রি জনসংযোগ বিভাগ সূত্র জানায়, ড. তমাল লতা আদিত্য ১৯৯৪ সালে ব্রিতে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগদান করে গত ২৩ বছর ধরে বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসছেন। তিনি ব্রির আঞ্চলিক কার্যালয় বরিশাল, হবিগঞ্জ ও কুমিল্লায় সাত বছর উদ্ভিদ প্রজনন বিভাগের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ড. আদিত্য উদ্ভিদ প্রজননবিদ হিসেবে ১০টি ধানের জাত (ব্রি ধান৪৯, ব্রি ধান৫০, ব্রি ধান৫৬, ব্রি ধান৫৭, ব্রি ধান৫৮, ব্রি ধান৬৩, ব্রি ধান৬৬, ব্রি ধান৭১, ব্রি ধান৮০ ও ব্রি ধান৮১) উদ্ভাবনে সরাসরি জড়িত ছিলেন। তার নেতৃত্বে ব্রির উদ্ভিদ প্রজনন বিভাগ এ বছর বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২২ অর্জন করে।
×