ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হবিগঞ্জে হত্যার দায়ে ৪ জনের মৃত্যুদন্ড

প্রকাশিত: ০৫:২৩, ৪ অক্টোবর ২০১৭

হবিগঞ্জে হত্যার দায়ে ৪ জনের মৃত্যুদন্ড

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ৩ অক্টোবর ॥ আজমিরীগঞ্জে জিলুয়া বৈঠাখালীতে চাঞ্চল্যকর গৌরব চৌধুরী হত্যা মামলার রায়ে ৪ জনকে ফাঁসি ও ২ জনকে ৩ বছর এবং আরও ৩ জনকে এক বছর করে কারাদন্ডে দন্ডিত করেছে আদালত। মঙ্গলবার বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন এই আদেশ দেন। ফাঁসির দন্ডপ্রাপ্তরা হলো দিলীপ দাস, গৌর মোহন দাস, সমীর দাস ও তপু দাস। এদিকে ৩ বছরের সাজাপ্রাপ্তরা হলো- একই গ্রামের গণেশ দাস ও গৌরাঙ্গ দাশ। অপরদিকে এক বছরের সাজাপ্রাপ্তরা হলো রামু দাশ, নিরদ মোহন দাশ ও রামচান দাশ। উল্লেখ্য, ২০০১ সালের ১০ নবেম্বর সংর্ঘষে গৌরব চৌধুরী নিহত হন। বরগুনায় ৫ জনের যাবজ্জীবন নিজস্ব সংবাদদাতা বরগুনা থেকে জানান, জমাজমি বিরোধকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যার দায়ে ৫ জনকে যাবজ্জীবন কারাদ- এবং এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদ-ের আদেশ দিয়েছে আদালত। জেলা ও দায়রা জজ হাছানুজ্জামান মঙ্গলবার এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত আসামিরা হলো আমতলী উপজেলার পশ্চিম চিলার গ্রামের আনোয়ার সরদারের ৪ ছেলে স্বপন সরদার, নয়া সরদার, কবির সরদার ও কামাল সরদার এবং স্বপন সরদারের ভগ্নিপতি পটুয়াখালী জেলার গলাচিপা থানার নলুয়া গ্রামের কাজেম আলীর ছেলে জাহিদ হোসেন। ২০০৮ সালে ২০ নবেম্বর জমি সংক্রান্ত ঘটনায় সোহেল ও রুবেলকে পিটিয়ে হত্যা করে। চট্টগ্রামে ছোটভাই স্টাফ রিপোর্টার চট্টগ্রাম অফিস থেকে জানান, ভাইকে খুনের অপরাধে এক আসামিকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছে আদালত। দন্ডিত মোতাহার হোসেন হাটহাজারী উপজেলা সদর ইউনিয়নের আলীপুর গ্রামের বাসিন্দা। মঙ্গলবার চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ নজরুল ইসলাম এ রায় প্রদান করেন। ২০১১ সালের ২৫ অক্টোবর হাটহাজারী উপজেলার আলীপুর গ্রামে পারিবারিক পুকুরের মাছের ভাগাভাগি নিয়ে বড় ভাই নুরুল আবসারের সঙ্গে কথা কাটাকাটি হয় ছোট ভাই মোতাহার হোসেনের। ক্ষুব্ধ মোতাহারের এলোপাতাড়ি ছুরিকাঘাতে নিহত হন বড় ভাই আবসার।
×