ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ট্রাক-ট্যাঙ্কলরি সংঘর্ষে অগ্নিকান্ড ॥ যানজট

প্রকাশিত: ০৫:২১, ৪ অক্টোবর ২০১৭

 ট্রাক-ট্যাঙ্কলরি সংঘর্ষে অগ্নিকান্ড ॥ যানজট

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৩ অক্টোবর ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আধুরিয়া এলাকায় বালুবাহী ট্রাকের সঙ্গে তেলবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের পর দুর্ঘটনাকবলিত উভয় ট্রাকে আগুন ধরে যায়। এতে করে ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের উভয় পাশে প্রায় ১২ কিলোমিটার এলাকাজুড়ে যানজট লেগে যায়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার সকাল সোয়া ৬টায় ঘটে এ ঘটনা। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের আধুরিয়া এলাকায় সকাল সোয়া ৬টার দিকে নরসিংদীগামী একটি বালুবাহী ট্রাকের সঙ্গে ঢাকাগামী তেলবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় প্রথমে তেলবাহী ট্রাকে আগুন ধরে যায়। পরে বালুবাহী ট্রাকেও আগুন ছড়িয়ে পড়ে। এ সময় আগুনের লেলিহান শিখা প্রায় ২০ থেকে ৩০ ফুট উঁচুতে উঠে যায়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশ-পাশের লোকজন ছুটাছুটি করতে শুরু করে। ঘটনার সঙ্গে সঙ্গে উভয় ট্রাকের চালক-হেলপার পালিয়ে যায়।
×