ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কলাপাড়া হাসপাতালের সামনের সড়ক বেহাল ॥ ভোগান্তি

প্রকাশিত: ০৫:১৫, ৪ অক্টোবর ২০১৭

কলাপাড়া হাসপাতালের সামনের সড়ক বেহাল ॥ ভোগান্তি

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৩ অক্টোবর ॥ মাত্র এক শ’ মিটার সড়কের বেহাল দশায় শত শত যানবাহন হাসপাতালগামী রোগীসহ সাধারণ মানুষের ভোগান্তির যেন শেষ নেই। খানা-খন্দে একাকার হয়ে গেছে। বড় বড় গর্তের কারণে ছোট যানবাহন কাত হয়ে উল্টে ঘটছে দুর্ঘটনা। প্রতিনিয়ত উল্টে যায় অটোযাত্রীবাহী যানবাহন। রোগীরা সবচেয়ে বেশি ঝুঁকি নিয়ে চলাচল করছে। কলাপাড়া হাসপাতালের প্রবেশদ্বারে সড়ক ও জনপথের এই এক শ’ মিটার সড়কের অবস্থান। শেখ কামাল সেতু করায় এ পথটুকু এখন আর ব্যবহৃত হয়না কুয়াকাটাগামী কোন যানবাহনের। কিন্তু পৌরসভার প্রবেশদ্বার এ সড়কটির ভাঙ্গা অংশ এখন চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। পৌরসভা কর্তৃপক্ষ কয়েক দফা ভাঙ্গা ইটসহ খোয়া দিয়ে মেরামত করেছে। কয়েক দিন পরই আবার খারাপ হয়ে যায়। যেই সেই অবস্থা। এখন ওই পথটুকু পার হতে যেন যুদ্ধ করতে হয় যানবাহন চালকদের। বর্তমানে অবস্থা এমন হয়েছে যে কলাপাড়া হাসপাতালে রোগীদের আসা-যাওয়া চরম ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। স্বাস্থ্য প্রশাসক ডাঃ চিন্ময় হাওলাদার জানান, রোগীদের নিরাপদে হাসপাতালে আসা-যাওয়ার জন্য এই সড়কটি সবচেয়ে বেশি মসৃণ করে রাখা প্রয়োজন। পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন জানান, তিনি শীঘ্রই এই ভাঙ্গা সড়কটি মেরামত করার ব্যবস্থা করবেন। সেই সঙ্গে সেতুর নিচের সড়ক এবং সওজের জমিতে তোলা অবৈধ স্থাপনাও উচ্ছেদ করে জনসাধারণের চলাচলের পথ সুগম করা হবে।
×