ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সেনাপ্রধানের সঙ্গে জাতিসংঘ প্রতিনিধি দলের সাক্ষাত

প্রকাশিত: ০৫:০৩, ৪ অক্টোবর ২০১৭

সেনাপ্রধানের সঙ্গে জাতিসংঘ প্রতিনিধি দলের সাক্ষাত

সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মুহম্মদ শফিউল হকের সঙ্গে মঙ্গলবার ঢাকা সেনানিবাসের সদর দফতরে জাতিসংঘের ফিল্ড সাপোর্ট বিভাগের সহকারী সেক্রেটারি জেনারেল লিসা এম. বোটেনহেম’র নেতৃত্বে উচ্চ পর্যায়ের তিন সদস্যের এক প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাত করেছেন। সাক্ষাতকালে তারা জাতিসংঘের শান্তিরক্ষী মিশন, কার্যক্রম, প্রশিক্ষণ এবং পেশাদারিত্বসহ বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা ও শুভেচ্ছা বিনিময় করেন বলে আইএসপিআর’র এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ সময় তারা জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর কার্যক্রম ও পেশাদারিত্বের প্রশংসা করেন। প্রতিনিধি দলটি অনুষ্ঠেয় ইউএস পিসকিপিং মিনিস্ট্রিয়াল মিটিং-২০১৭’র প্রস্তুতি সভায় অংশগ্রহণের উদ্দেশে গত ৩০ সেপ্টেম্বর ঢাকায় এসে পৌঁছায়। অস্ট্রেলিয়া গেলেন নৌবাহিনী প্রধান ৩ থেকে ৫ অক্টোবর পর্যন্ত সিডনিতে ‘সী পাওয়ার কনফারেন্স-২০১৭’ এ অংশ নিতে নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ রবিবার অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা আনুষ্ঠানিকভাবে নৌপ্রধানকে বিদায় জানান। অস্ট্রেলিয়া সফরকালে নৌপ্রধান ‘সী পাওয়ার কনফারে›স-২০১৭’ ছাড়াও ‘ইন্টারন্যাশনাল মেরিটাইম কনফারে›স-২০১৭’ এবং ‘প্যাসিফিক ইন্টারন্যাশনাল মেরিটাইম এক্সপোজিশন-২০১৭’ এ অংশগ্রহণ করবেন। সেখানে অবস্থানকালে তিনি অস্ট্রেলিয়ার নৌবাহিনী প্রধান এডমিরাল টিম ব্যারেট, ফ্রান্সের নৌবাহিনী প্রধান এডমিরাল খ্রিস্টোফে প্রাজুক, মিয়ানমার নৌবাহিনী প্রধান এডমিরাল টিন অং সান এবং ভারতীয় নৌবাহিনী প্রধান (পার্সোনেল) ভাইস এডমিরাল একে চাওলা-এর সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন। সফর শেষে নৌপ্রধান ৭ অক্টোবর দেশে ফিরবেন। -আইএসপিআর
×