ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৭ দিন বন্ধ থাকার পর কর্মমুখর হিলি স্থলবন্দর

প্রকাশিত: ০৫:০১, ৪ অক্টোবর ২০১৭

৭ দিন বন্ধ থাকার পর কর্মমুখর হিলি স্থলবন্দর

৭ দিন বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে কর্মমুখর হয়ে উঠেছে দিনাজপুরের হিলি স্থলবন্দর। দুর্গাপূজা ও আশুরা উপলক্ষে টানা ৭ দিন বন্ধের পর মঙ্গলবার থেকে দেশের অন্যতম স্থলবন্দর হিলিতে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। এর ফলে কর্মব্যস্ত হয়ে পড়েছেন বন্দরের সঙ্গে সংশ্লিষ্ট সকলে। বাংলা হিলি কাস্টমস সিএ্যান্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতের অভ্যন্তরে আমদানি রফতানি হওয়া প্রধান সড়কগুলোর উপরে প্রতিমা নির্মাণ ও আলোকসজ্জা করার কারণে সড়ক দিয়ে পণ্যবাহী ট্রাক চলাচল করতে পারে না। এ কারণে দুর্গাপূজা ও আশুরা উপলক্ষে ২৬ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত টানা ৭ দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধের ঘোষণা দেয় ভারতীয় রফতানিকারকরা। মঙ্গলবার দুপুর পৌনে ১টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক বাংলাদেশের সীমানায় প্রবেশের মধ্য দিয়ে দুদেশের মাঝে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। স্টাফ রিপোর্টার, দিনাজপুর
×