ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বন্যার্তদের জন্য নতুন ঘর তৈরি করে দিচ্ছে আইপিডিসি

প্রকাশিত: ০৫:০১, ৪ অক্টোবর ২০১৭

বন্যার্তদের জন্য নতুন ঘর তৈরি করে দিচ্ছে আইপিডিসি

আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে এসেছে। বন্যায় ঘর হারিয়ে আশ্রয়হীন হয়ে পড়া অসহায় মানুষগুলোর জন্য নতুন করে ঘর তৈরি করে দিচ্ছে আইপিডিসি। বন্যার্তদের সাহায্যার্থে এক্স ক্যাডেট ফোরামের সহযোগিতায় আইপিডিসি বেশকিছু কার্যক্রম হাতে নিয়েছে। এসব কার্যক্রম বন্যার্ত মানুষদের বন্যাপরবর্তী পুনর্বাসনের কাজে সাহায্য করবে।বিজ্ঞপ্তি দুই টাকার নতুন নোট আসছে অর্থনৈতিক রিপোর্টার ॥ দুই টাকার নতুন কারেন্সি নোট মুদ্রণ করা হয়েছে। আগামী ১৫ অক্টোবর রবিবার বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এটি ইস্যু করা হবে। অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিসেও নোটটি পাওয়া যাবে। এ নোটে সিনিয়র অর্থ সচিব হেদায়েতুল্লাহ আল মামুনের স্বাক্ষর থাকবে। কারেন্সি নোটটির রং, পরিমাপ, জলছাপ, ডিজাইন ও অন্যান্য নিরাপত্তা বৈশিষ্ট্য বর্তমানে প্রচলিত নোটের অনুরূপ হবে। নতুন মুদ্রিত কারেন্সি নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত দুই টাকা মূল্যমানের কাগুজে নোট এবং ধাতব মুদ্রাও চালু থাকবে। প্রতিযোগিতা সক্ষমতায় অগ্রগতি প্রতিযোগী দেশগুলোর চেয়ে পিছিয়ে বাংলাদেশ অর্থনৈতিক রিপোর্টার ॥ বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা সূচকে বাংলাদেশের সাত ধাপ অগ্রগতি এবং আসছে বছরে উন্নয়ন সংস্থাগুলোর করা জিডিপি প্রবৃদ্ধিও যে পূর্বাভাস, তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন অর্থনীতিবিদ ও গবেষকরা। তাদের মতে, বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতায় বাংলাদেশের অগ্রগতি আশাব্যঞ্জক হলেও প্রতিযোগী দেশগুলোর সঙ্গে এখনও অনেক পিছিয়ে। আর জিডিপি প্রবৃদ্ধি বাড়াতে বেসরকারী বিনিয়োগে যে গতি প্রয়োজন সেখানেও কোন অগ্রগতি নেই। গত এক বছর কেমন ছিল দেশের ব্যবসা বাণিজ্যের পরিবেশ ও অর্থনীতির হালচাল।
×