ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

প্রকৌশলী পরিবারের ৬শ’ কৃতীসন্তানকে সংবর্ধনা

প্রকাশিত: ০৫:০১, ৪ অক্টোবর ২০১৭

প্রকৌশলী পরিবারের ৬শ’ কৃতীসন্তানকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার ॥ প্রকৌশলী পরিবারের প্রায় ৬০০ কৃতী সন্তানকে সংবর্ধনা দিয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)। সংবর্ধনা অনুষ্ঠানে কৃতী ছাত্র-ছাত্রীদের ক্রেস্ট ও সনদপত্র তুলে দিয়েছে সংগঠনের নেতারা। অনুষ্ঠানে প্রকৌশলী পরিবার ও ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে অন্যরকমের উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। সন্তানের সাফল্যে প্রকৌশলীদের চোখে-মুখে খেলা করে অন্যরকমের হাসি। মঙ্গলবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন রমনা কেন্দ্রে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মেসবাহুর রহমান টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের প্রেসিডেন্ট প্রকৌশলী মোঃ কবির আহমেদ ভূঞা। অনুষ্ঠান পরিচালনা করেন প্রকৌশলী আমিনুর রশীদ চৌধুরী। এ সময় বক্তারা বলেন, আজকের শিশু আগামীর ভবিষ্যত। আগামীদিনের পরিকল্পনা তোমাদের নির্ধারণ করতে হবে। স্থির করতে হবে লক্ষ্য। কর্মজীবনে যে পেশায় যুক্ত হও না কেন, হয়ে উঠবে মানবিক বোধসম্পন্ন মানুষ। দেশপ্রেমিক হয়ে সেবা করতে হবে দেশের। তবে পুরো অনুষ্ঠানজুড়ে ছিল চরম অব্যবস্থাপনা। নিজের সন্তানদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানেও আসন সঙ্কট ছিল চরমে। ফলে অনুষ্ঠানে আগত নারী ও শিশুদের পড়তে হয়েছে চরম বিড়ম্বনায়। এমনকি সাংবাদিকদের নির্ধারিত আসনও ছিল না ফাঁকা। সাড়ে তিনটায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও বিকেল সাড়ে পাঁচটায়ও অনুষ্ঠানস্থলে এসে পৌঁছায়নি প্রধান অতিথি। আর গণমাধ্যমে পাঠানো আমন্ত্রণপত্রে প্রকৌশলী আমিনুর রশীদ চৌধুরীর মুঠোফোন নম্বর উল্লেখ থাকলেও একাধিকবার কল করে তা বন্ধ পাওয়া যায়। চরম অব্যবস্থাপনায় ক্ষুব্ধ ছিলেন আমন্ত্রিত সাংবাদিকরাও।
×