ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিবিএস কেবলের সঙ্গে বিবিএসের চুক্তি

প্রকাশিত: ০৪:৫৭, ৪ অক্টোবর ২০১৭

বিবিএস কেবলের সঙ্গে বিবিএসের চুক্তি

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিবিএস কেবল লিমিটেডের সঙ্গে বিবিএস কেবলস (ইউনিট-২) এর একটি চুক্তি সই হয়েছে। চুক্তি অনুযায়ী বিবিএস কেবলস ইউনিট-২ কোম্পানি বিবিএস কেবলসের লোগো, ট্রেডমার্কস ও প্যাটেন্টস ব্যবহার করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, বিবিএস কেবলস ইউনিট-২ থেকে বিবিএস কেবলস প্রতি বছর প্রায় ৯৬ লাখ টাকা আয় করবে। কোম্পানিটির প্রতি বছর প্রায় ৬ হাজার মেট্রিক টন উৎপাদন ক্ষমতা রয়েছে। বিবিএস কেবলস ইউনিট-২ এর বাণিজ্যিক উৎপাদন শুরু হবে ২০১৮ সালের ডিসেম্বরে। আর কোম্পানিটি দুইটির মধ্যে চুক্তির মেয়াদ ৩০ জুন, ২০২৫ পর্যন্ত। উল্লেখ্য, পুঁজিবাজারে তালিকাভুক্ত অপর কোম্পানি বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড বিবিএস কেবলসের ১৬.৩৩ শতাংশ শেয়ার ধারণ করে। অর্থনৈতিক রিপোর্টার
×