ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হেডফোনের ক্যারিশমা

প্রকাশিত: ০৪:৫৫, ৪ অক্টোবর ২০১৭

হেডফোনের ক্যারিশমা

এমন অনেক কথাই আছে, ঠিকঠাক শুনতে পেলে দ্বিতীয়বারের মতো বলার দরকার পড়ে না। কিন্তু হাটবাজার কিংবা রেস্তরাঁর হট্টগোলের মধ্যে কাউকে কোন কথা শোনাতে হলে চিৎকার করে বলতে হয়। আবার একবার বললেই হবে না, দুইতিন বার করে বলতে হবে। এবার এমন সমস্যার সমাধানও পাওয়া গেল। এখন থেকে আপনি হট্টগোলের মধ্যে কারও সঙ্গে আলাপ করতে চাইলে নির্বিঘে্ন করতে পারবেন। এজন্য চারশ ডলার দামের একটি ক্ষুদ্র হেডফোন ব্যবহার করতে হবে। এটি খুবই মজার একটি ডিভাইস। কথা বলার সময় এটি পেছনের সব হট্টগোল ব্লক করে দেবে। আর আপনি আরামছে সঙ্গীর কথা শুনতে পাবেন। কথা ছাড়া একটি পিন পতনের শব্দও আপনার কানে আসবে না। ‘চ্যারিটি এ্যাকশন অন হিয়ারিং লস’ নামের একটি দাতব্য সংস্থা নতুন এই হেডফোনটি তৈরি করেছেন। বিভিন্ন হট্টগোলপূর্ণ রেস্তরাঁয় গিয়ে হেডফোনটির পরীক্ষা চালানো হয়েছে। কানে শুনতে সমস্যা আছে এমন এক ব্যক্তি বলেন, গত এক দশক ধরে আমি রেস্তরাঁয় বসে কানে শুনতাম না। এখন আমি অন্যদের মতোই শুনতে পাই। হেডফোনটি ব্যবহার করে অনেকেই এর কার্যকারিতার প্রশংসা করেছেন।- মেইল অনলাইন
×