ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

৫০২ শিক্ষার্থীকে শেরে বাংলা স্মৃতি বৃত্তি প্রদান

প্রকাশিত: ০৮:৫০, ৩ অক্টোবর ২০১৭

৫০২ শিক্ষার্থীকে শেরে বাংলা স্মৃতি বৃত্তি প্রদান

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকার ও বরিশালের ৫০২ শিক্ষার্থীকে শেরে বাংলা স্মৃতি বৃত্তি প্রদান করা হয়েছে। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে কৃতী শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক ও সনদপত্র তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের চীফ হুইফ আ স ম ফিরোজ এবং বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। কৃষি ব্যাংকের চেয়ারম্যান এবং বরিশাল বিভাগ কল্যাণ সংস্থা, ঢাকা’র সভাপতি মোহাম্মদ ঈসমাইলের সভাপতিত্বে অুনষ্ঠানে বক্তব্য রাখেন বরিশাল বিভাগ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, শেরে বাংলা স্মৃতি বৃত্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক-২০১৬ ড. এম কামাল উদ্দীন জসিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক নকীব মোঃ নসরুল্লাহ প্রমুখ।
×