ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জনগণের আস্থা অর্জনের লক্ষ্যে কাজ করছে দুদক

প্রকাশিত: ০৮:৩৮, ৩ অক্টোবর ২০১৭

জনগণের আস্থা অর্জনের লক্ষ্যে কাজ করছে দুদক

স্টাফ রিপোর্টার ॥ জনগণের আস্থা অর্জন করতে দুর্নীতি দমন কমিশন (দুদক) নিরলসভাবে কাজ করছে। তাই দুদক কাউকে হয়রানি করার জন্য বা কারও পক্ষে কাজ করবে না বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ। এইসঙ্গে সাইবার ক্রাইম, অর্থপাচার এবং বড় বড় দুর্নীতি গভীরভাবে পূর্ণাঙ্গ অনুসন্ধান বা তদন্ত করার মতো দক্ষ মানবসম্পদের অভাব রয়েছে বলেও দাবি করেন তিনি। সোমবার রাজধানীর সেগুনবাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগ্স এ্যান্ড ক্রাইম এর দক্ষিণ-পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এ্যান্টি-করাপশন এডভাইজার জোরানা মার্কোভিকের নেতৃত্বে দুই সদস্যের একটি প্রতিনিধি দল দুর্নীতি দমন কমিশনের (দুদক) সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আনুষ্ঠানিকভাবে মত বিনিময় শুরু করেছে। এরই অংশ হিসেবে আজও একই সংস্থার সঙ্গে কমিশন বৈঠক করবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দুদক কমিশনার এএফএম আমিনুল ইসলাম, সচিব ড. মোঃ শামসুল আরেফিন ইউএনওডিসি এর দক্ষিণ-পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এ্যান্টি-করাপশন এডভাইজার জোরানা মার্কোভিক ,কনসালটেন্ট রিচার্ড ই. মেসিক, দুদক মহাপরিচালক মোঃ মঈদুল ইসলাম, মোঃ আতিকুর রহমান খান, মোঃ জাফর ইকবাল , মোহাম্মদ মুনীর চৌধুরী প্রমুখ। প্রতিনিধি দলটিকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, বর্তমান কমিশনের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। আমাদের সমস্যা আছে, সীমাবদ্ধতাও রয়েছে। দক্ষ মানবসম্পদের অভাব আমাদের সবচেয়ে বড় সমস্যা। এছাড়া সাইবার ক্রাইম, অর্থপাচার এবং বড় বড় দুর্নীতি গভীরভাবে পূর্ণাঙ্গ অনুসন্ধান বা তদন্ত করার মতো দক্ষ মানবসম্পদের অভাব রয়েছে। এসব অভিযোগ অনুসন্ধান বা তদন্তে কী ধরনের সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করতে হবে, যার মাধ্যমে বিষয়টি আদালতে প্রমাণ করা যাবে, সেসব বিষয়ে আমাদের তদন্তকারী কর্মকর্তাদের সক্ষমতার ঘাটতি রয়েছে। তাই কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নের স্বার্থে আরও প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। দুদক জনগণকে সেবা দিতে চায়। বর্তমান কমিশন কাউকে হয়রানি করার জন্য বা কারও পক্ষে কাজ করবে না।
×