ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ ফের শুরু

প্রকাশিত: ০৭:৫২, ৩ অক্টোবর ২০১৭

রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ ফের শুরু

স্টাফ রিপোর্টার ॥ প্রায় ১০দিন বিরতির পর সোমবার থেকে আবার শুরু হয়েছে রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ। এদিন বাংলাদেশ মুসলিম লীগ এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের সঙ্গে একাদশ জাতীয় নির্বাচন নিয়ে সংলাপে বসে তারা। সংলাপে দল দুটির পক্ষ থেকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন, সংসদ ভেঙ্গে দিয়ে নির্বাচন করাসহ একাধিক প্রস্তাব দেয়া হয়েছে। এছাড়া রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে জেলা প্রশাসকের বদলে অতিরিক্ত জেলা জজ এবং নির্বাচনে ৫০ ভাগের কম ভোট পড়লে সেই নির্বাচন বাতিল করে নতুন করে ভোট গ্রহণের সুপারিশ করা হয়েছে। বেলা ১১টায় আগারগাঁ নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে বাংলাদেশ মুসলিম লীগের সঙ্গে সংলাপে বসে ইসি। এ সময় দলের পক্ষ থেকে মহাসচিব কাজী আবুল খায়েরের নেতৃত্বে ১৮ সদস্যের একটি প্রতিনিধি দল সংলাপে অংশ নেয়। এ সময় দলের পক্ষ থেকে ২৪ দফা সুপারিশ তুলে ধরা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদার সভাপতিত্বে মতবিনিময় সভায় নির্বাচন কমিশনাররা ছাড়াও ইসির ভারপ্রাপ্ত সচিব উপস্থিত ছিলেন। বেলা তিনটায় বাংলাদেশ খেলাফত আন্দোলনের সঙ্গে সংলাপে বসে নির্বাচন কমিশন। এ সময় দলের চেয়ারম্যান হাফেজ মাওলানা শাহ আতাউল্লাহর নেতৃত্বে ১৫ সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেয়। সংলাপে দলের পক্ষ থেকে এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এবং বিচারিক ক্ষমতাসহ সেনা মোতায়েনের দাবি জানানো হয়।
×