ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অস্ট্রিয়ায় মুখঢাকা বোরকা নিষিদ্ধ আইন কার্যকর

প্রকাশিত: ০৭:২১, ৩ অক্টোবর ২০১৭

অস্ট্রিয়ায় মুখঢাকা বোরকা নিষিদ্ধ আইন কার্যকর

জনকণ্ঠ ডেস্ক ॥ জনসমাগমস্থলে মুসলিম নারীদের পুরো মুখ ঢাকা বোরকা নিষিদ্ধ করে জারি করা আইন কার্যকর করেছে অস্ট্রিয়া। সরকার বলছে, এ আইনের আওতায় অস্ট্রিয়ার মূল্যবোধ রক্ষায় অবশ্যই এমন পোশাক পরতে হবে, যাতে মুখম-ল সম্পূর্ণ দেখা যায়। অস্ট্রিয়ায় আর একমাস পরই জাতীয় নির্বাচন। বোরকা নিষিদ্ধের সিদ্ধান্ত ক্ষমতাসীন দলের পক্ষে যাবে বলেই ধারণা করা হয়।-খবর বিবিসি অনলাইনের। যদিও দেশটিতে মুসলিমদের বিভিন্ন সংগঠন এ আইন অপ্রয়োজনীয় বলে মনে করে। তারা বলেছে, অস্ট্রিয়ার খুব কম মুসলিমই সম্পূর্ণ মুখ ঢাকা বোরকা পরে। স্থানীয়রা পরিসংখ্যানের বরাত দিয়ে বিবিসি জানায়, অস্ট্রিয়ায় মাত্র দেড় শ’জনের মতো নারী সম্পূর্ণ মুখঢাকা বোরকা পরে। পুরো মুখ ঢাকা বোরকার পাশপাশি ‘মেডিক্যাল ফেস মাস্ক’ এবং ক্লাউন মেকআপের উওপরও বিভিন্ন বাধানিষেধ আরোপ করা হয়েছে। নতুন এ আইনের কারণে পর্যটক বিশেষ করে উপসাগরীয় আরব দেশের পর্যটকের সংখ্যা কমে যাবে বলে উদ্বেগ প্রকাশ করেছে দেশটির পর্যটন কর্মকর্তারা। এর আগে ২০১১ সালে ফ্রান্স ও বেলজিয়ামে সম্পূর্ণ মুখ ঢাকা বোরকা নিষিদ্ধ করা হয়। নেদারল্যান্ডসের পার্লামেন্টেও এ ধরনের একটি প্রস্তাব নিয়ে আলোচনা চলছে।
×