ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিসিএস কর্নার

প্রকাশিত: ০৫:৫৬, ৩ অক্টোবর ২০১৭

বিসিএস কর্নার

১। বাংলাদেশের মানচিত্র খচিত জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় কত তারিখে? (ক) ১৬ ডিসেম্বর ১৯৭০ (খ) ২মার্চ ১৯৭১ (গ) ৭মার্চ ১৯৭১ (ঘ) ২৬মার্চ ১৯৭১। ২। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কতটি সেক্টরে ভাগ করা হয়? (ক) ১১টি সেক্টরে (খ) ১২টি সেক্টরে (গ) ১৩টি সেক্টরে (ঘ) ১৪টি সেক্টরে। ৩। ২৫মার্চ রাতে প্রথম আক্রমণের শিকার হয় - (ক) পিলখানা (খ) রাজারবাগ (গ) ফার্মগেট (ঘ) ঢাকা বিশ্ববিদ্যালয়। ৪। প্রশিক্ষণপ্রাপ্ত যোদ্ধরা দেশের অভ্যন্তরে প্রবেশ করে- (ক) জুন মাসে (খ) জুলাই মাসে (গ) আগষ্ট মাসে (ঘ) সেপ্টেম্বর মাসে। ৫। হো-চে-মিন তাঁর দেশের স্বাধীনতা সংগ্রামে সুদৃঢ় নেতৃত্ব প্রদান করে দেশকে স্বাধীন করে। হো-চে-মিনের সাথে কার সাদৃশ্য আছে ? (ক) শেরে বাংলা এ.কে.ফজলুল হক (খ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (গ) মাওলানা ভাসানী (ঘ) হোসেন শহীদ সোহরাওয়াদী ৬. ১৯৭১ সালে ডাকসুর তৎকালীন ভিপি কে ছিলেন? ক. আ.স.ম আব্দুর রব খ. তোফায়েল আহমেদ গ. শেখ মুজিব ঘ. রাশেদ খান মেনন ৭. কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনাঞ্চল প্রয়োজন মোট ভূমির ক. ১৬ শতাংশ খ. ২৫ শতাংশ গ. ৩২ শতাংশ ঘ. ২০ শতাংশ ৮. ‘বাংলার বাঘ’- বলা হয় কাকে? ক. আব্দুল গাফফার খান খ. আশুতোষ মুখোপাধ্যায় গ. লাল রাজপতি রায় ঘ. এ, কে, ফজলুল হক ৯. শালবন বিহার কোথায় ক. কুমিল্লায় খ. কুষ্টিয়ায় গ. কুড়িগ্রামে ঘ. সাভারে ১০. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয়- ক. ১৭ এপ্রিল ১৯৭১ খ. ১৬ ডিসেম্বর ১৯৭২ গ. ৭ এপ্রিল ১৯৭৭ ঘ. ৭ মার্চ ১৯৭২ ১১. জমিদারি প্রথা বিলুপ্ত হয় ক. ১৯৪৭ সালে খ. ১৯৬৪ সালে গ. ১৯৫০ সালে ঘ. ১৯৫২ সালে ১২. টঘ-এর নিরাপত্তা পরিষদের সদস্য (স্থায়ী পরিষদ) বাংলাদেশ দুবার হয়, একবার ১৯৯৯, অন্যবার? ক. ১৯৮৬ খ. ১৯৮৭ গ. ১৯৭৮ ঘ. ২০০০ সালে উত্তর ঃ ১(খ), ২(ক), ৩(গ), ৪(ক), ৫(খ), ৬(ক), ৭(খ), ৮(ঘ), ৯(ক), ১০(খ), ১১(গ), ১২(গ)।
×