ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বজ্রপাতে নারীসহ ছয়জনের মৃত্যু

প্রকাশিত: ০৫:৩৩, ৩ অক্টোবর ২০১৭

বজ্রপাতে নারীসহ ছয়জনের মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ দেশের চার জেলায় বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহীতে তিন জেলে, টাঙ্গাইলে গৃহবধূ, কলাপাড়ায় কলেজছাত্র এবং ফরিদপুরে এক নারী মারা গেছেন। রবি ও সোমবার এসব দুর্ঘটনা ঘটে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। জানা গেছে, রাজশাহীর বাগমারায় বিলে মাছ ধরার সময় বজ্রপাতে নৌকা থেকে পড়ে তিন জেলে নিহত হয়েছেন। রবিবার দুপুরে তাদের লাশ উদ্ধার করা হয়। নৌকা থেকে উদ্ধার করা হয়েছে অপর ১০ জেলেকে। নিহতরা হলেন উপজেলার বড়বিহানালী ইউনিয়নের বিহনালী গ্রামের জেলে আবুল হোসেন (৫০), খোরসেদ আলম (৫০) ও জালাল উদ্দীন (৪০)। এ সময় নৌকা থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয় আব্দুল করিম (২৮) ও আশরাফুল ইসলামকে (৩৫)। স্থানীয়ভাবে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। উপজেলার বড়বিহানলী ইউনিয়নের চেয়ারম্যান মাহামুদুর রহমান মিলন জানান, উপজেলার বিলসুতি বিলে একটি নৌকায় ১৩ জেলে মাছ ধরছিল। বেলা সাড়ে ১১ টার দিকে বৃষ্টির সময় বজ্রপাত ঘটে। এসময় তিনজন নৌকা থেকে পড়ে নিখোঁজ হন। আর নৌকার ওপর দুজন জ্ঞান হারিয়ে ফেলেন। খবর পেয়ে আরেকটি নৌকা নিয়ে ১০ জেলেকে উদ্ধার করেন এলাকাবাসী। বাগমারা থানার ওসি নাছিম আহমেদ বলেন, নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য পুলিশ ও দমকল বিভাগের ডুবুরি দল পাঠানো হয়। দুপুর পৌনে ২টার দিকে স্থানীয়দের সহযোগিতায় বিলে তল্লাশি চালিয়ে নিখোঁজ তিন জেলের লাশ পাওয়া যায়। বজ্রপাতের সময় জ্ঞান হারিয়ে নৌকা থেকে পড়ে গিয়ে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। টাঙ্গাইল ॥ মধুপুরে বজ্রপাতে গৃহবধূ লাকি আক্তার (২৮) নিহত হয়েছে। রবিবার দুপুর দেড়টার দিকে নিজ বাড়ির পাশে এ ঘটনা ঘটেছে। পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর বাদশা তালুকদার জানান, উপজেলার পৌর শহরের জটাবাড়ির হুমায়ুন কবীরের স্ত্রী দুপুরে বাড়ির পাশে যান ছেলেকে ডাকতে। এ সময় তার ছেলে পুকুরে মাছ ধরছিল। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই গৃহবধূ লাকি আক্তার নিহত হয়। কলাপাড়া ॥ কলাপাড়ার বলগেটে কাজ করা অবস্থায় বজ্রপাতের শব্দে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে এক কলেজ শিক্ষার্থী মারা গেছে। তার নাম খোকন হাওলাদার (২০)। রবিবার সকাল সাড়ে দশটার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। খোকনের বাবার নাম ফোরকান হাওলাদার। বাড়ি পটুয়াখালীর কমলাপুর ইউনিয়নের ধরান্দি গ্রামে। মৃত খোকন হাওলাদার ধরান্দি কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে বলে তার চাচাত ভাই রিয়াজ হাওলাদার জানান। ফরিদপুর ॥ বজ্রপাতে ফিরোজা বেগম (৩৮) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর সদরের নর্থ চ্যানেল ইউনিয়নের গুলজার ম-লের ডাঙ্গি গ্রামে এ ঘটনা ঘটে। ফিরোজা বেগম ওই গ্রামের রেজাউলের স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই সময় ফিরোজা বেগম বাড়ির সামনে উঠানে বসা ছিলেন। এ সময় বজ্রপাতের ঘটনা ঘটলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
×