ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ছুটি শেষে ৩৯ দিন পর আজ খুলছে সুপ্রীমকোর্ট

প্রকাশিত: ০৫:৩১, ৩ অক্টোবর ২০১৭

ছুটি শেষে ৩৯ দিন পর আজ খুলছে সুপ্রীমকোর্ট

স্টাফ রিপোর্টার ॥ সরকারী ছুটি, সাপ্তাহিক ছুটি এবং কোর্টের অবকাশ শেষে ৩৯ দিন পর আজ মঙ্গলবার থেকে খুলছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রীমকোর্ট। আজ থেকে আইনজীবী-বিচার প্রার্থীদের পদচারণায় সরগরম থাকবে সুপ্রীমকোর্ট প্রাঙ্গণ। এ সময় কিছু মামলার শুনানি ও রায় হবে। এই সময় সারাদেশের মানুষের দৃষ্টি থাকবে সুপ্রীমকোর্টের দিকে। বিশেষ করে ষোড়শ সংশোধনী রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের রিভিউ, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানির, অধস্তন (নিম্ন) আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা-সংক্রান্ত বিধিমালা গেজেটের শুনানি, বিডিআর (বর্তমানে বিজিবি) বিদ্রোহের ঘটনায় করা হত্যা মামলায় ১৫২ আসামির মৃত্যুদ-ের অনুমোদন (ডেথ রেফারেন্স) ও আসামিদের আপীলের রায়সহ বেশকিছু গুরুত্বপূর্ণ মামলার রায় ঘোষণা করা হবে। এদিকে অবকাশের পর পুরোদমে বিচার কাজ পরিচালনার জন্য হাইকোর্ট বিভাগের ৪৮টি বেঞ্চের তালিকা প্রকাশ করা হয়েছে। এসব বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি এ বিষয়ে সোমবার সুপ্রীমকোর্টের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে পুনর্গঠিত বেঞ্চগুলো তাদের বিচারকার্য শুরু করবেন। ৪৮টি হাইকোর্ট বেঞ্চের মধ্যে ৩৪টি দ্বৈত বেঞ্চ, একটি বৃহত্তর বেঞ্চ এবং বাকিগুলো একক বেঞ্চ। গত ২৫ আগস্ট থেকে ২ অক্টোবর পর্যন্ত সুপ্রীমকোর্টের হাইকোর্ট ও আপীল বিভাগে নিয়মিত বিচার কার্যক্রম বন্ধ থাকে। তবে এ সময়ে জরুরী মামলা-সংক্রান্ত শুনানি ও নিষ্পত্তির জন্য অবকাশকালীন বেঞ্চে বিচারিক কার্যক্রম পরিচালিত হয়। তবে দীর্ঘ অবকাশে সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার ও দিন নির্ধারণ করে দিয়ে হাইকোর্ট বিভাগে অবকাশকালীন বিভিন্ন বেঞ্চ গঠন করা হয়। এসব বেঞ্চে অবকাশে জরুরী মামলা-সংক্রান্ত বিষয় শুনানি ও নিষ্পত্তি করা হয়েছে।
×