ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিএনপি রোহিঙ্গাদের পাশে দাঁড়ায়নি ॥ তোফায়েল

প্রকাশিত: ০৫:২২, ৩ অক্টোবর ২০১৭

বিএনপি রোহিঙ্গাদের পাশে দাঁড়ায়নি ॥ তোফায়েল

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিএনপি রোহিঙ্গাদের পাশে দাঁড়ায়নি বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি আরও বলেছেন, একান্ত মানবিক কারণে সাময়িকভাবে রোহিঙ্গাদের আশ্রয় দেয়া হয়েছে। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ^বাসীর প্রশংসা পাচ্ছেন। প্রধানমন্ত্রীকে বলা হচ্ছে- মাদার অব হিউম্যানিটি। অপরদিকে বিএনপি শুধু সমালোচনা করছে। বিএনপি নেত্রী বিদেশে অবস্থান করছেন, দুখী রোহিঙ্গাদের পাশে দাঁড়াননি। তিনি একটিবারও দেশে এসে তাদের দেখতে যাননি। সোমবার ঢাকায় সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। শিল্প মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও) আয়োজিত জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০১৭ উপলক্ষে ‘টেকসই উন্নয়ন ও প্রবৃদ্ধির জন্য উৎপাদনশীলতা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বাণিজ্যমন্ত্রী। সেমিনারে শিল্প মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য প্রফেসর ড. সাইফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট মোঃ শফিউল ইসলাম (মহিউদ্দিন) এবং সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশনের পরিচালক এস এম আশরাফুজ্জামান।
×