ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিশ্বের বৃহত্তম ফুটপাথ ম্যুরাল

প্রকাশিত: ০৫:২১, ৩ অক্টোবর ২০১৭

বিশ্বের বৃহত্তম ফুটপাথ ম্যুরাল

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের রাজধানী ইন্ডিয়ানা পোলিসে শত শত মানুষ জড়ো হয়ে একযোগে চক দিয়ে ফুটপাথে ম্যুরাল এঁকেছে। ফুটপাথে চক দিয়ে আঁকা এটিই পৃথিবীর সবচেয়ে বড় ম্যুরাল। চার হাজার ফুটের চেয়েও বড় এই চকশিল্পকর্মটি এবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছে। ইন্ডিয়ানা পোলিস কালচারাল সংস্থা জানায়, ম্যুরাল আঁকতে প্রায় পাঁচশ মানুষ কাজ করেছেন। মূলত এটি শহর পরিচ্ছন্ন ও সৌন্দর্য বর্ধন কর্মসূচীর অংশ ছিল। কিপ ইন্ডিয়ানা পোলিস বিউটিফুল (কেআইপি) নামের একটি সংস্থা এই উদ্যোগ নিয়েছে। কেআইপির মুখপাত্র এ্যাশলে হেইনেস বলেন, ইন্ডিয়ানা পোলিসের সবচেয়ে ভাল কাজটিই এবার গিনিস রেকর্ডে জায়গা করে নিয়েছে। তিনি বলেন, কয়েকশ’ মানুষ ও সংস্থা এই সুন্দর কাজটির জন্য জড়ো হয়েছিলেন। এটা কেবল বিশ্ব রেকর্ড ভাঙ্গার জন্যই নয়। এটা হলো, আমাদের নিজেদের সামর্থ্যরে মধ্যে কিছু করে পরিবর্তনের ধারাকে অব্যাহত রাখা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের এ্যাডজুকেটর ক্রিস্টিনা কোনলনও সেখানে উপস্থিত ছিলেন। তিনি বলেন, ইন্ডিয়ানা পোলিস এ রেকর্ড পাওয়ার যোগ্য। ফুটপাথে ৮১১টি চিত্রকর্ম আঁকা হয়েছে। যা কানাডার প্রিন্স এ্যাডওয়ার্ড উপদ্বীপের আগের রেকর্ডের প্রায় দ্বিগুণেরও বেশি।-ইউপিআই অনলাইন
×