ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পোশাক কারখানাগুলো গ্রীন ফ্যাক্টরিতে রূপান্তর করা হচ্ছে ॥ বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত: ০৫:০৪, ৩ অক্টোবর ২০১৭

পোশাক কারখানাগুলো গ্রীন ফ্যাক্টরিতে রূপান্তর করা হচ্ছে ॥ বাণিজ্যমন্ত্রী

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ ২০২১ সালের মধ্যে ৫০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের তৈরি পোশাক রফতানির জন্য আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে দেশের তৈরি পোশাক কারখানাগুলোকে গ্রীন ফ্যাক্টরিতে রূপান্তর করা হচ্ছে। বেশকিছু কারখানা ইতোমধ্যে রূপান্তর করা হয়েছে।’ গত শনিবার ঢাকার একটি হোটেলে ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন (আইএফসি) আয়োজিত ‘টুওয়ার্ডস সাসটেইনেবল টেক্সটাইল’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সরকার গ্রীন ফ্যাক্টরি নির্মাণের জন্য ব্যবসায়ীদের আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছে। এ ক্ষেত্রে ট্যাক্স ৩৫ ভাগ থেকে কমিয়ে ১০ ভাগ নির্ধারণ করা হয়েছে। দেশে মোট ২০৮টি তৈরি পোশাক কারখানাকে পর্যায়ক্রমে গ্রীন ফ্যাক্টরি করা হচ্ছে। নিউইয়র্কেও জমজমাট ফুটপাথ বাজার অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের মতোই ফুটপাথে দেশী-বিদেশী বিভিন্ন পণ্যের বাজার জায়গা করে নিয়েছে নিউইয়র্কেও। পোশাকসহ দৈনন্দিন নানা পণ্যের পসরা সাজিয়ে এমন সুলভ বাজার তৈরি করেছে কেবল বাঙালীরাই। আর অপেক্ষাকৃত কম মূল্যে এসব পণ্য পাওয়ার কারণে দিন দিন জনপ্রিয় হচ্ছে এ বাজার। দেশের বাইরে ফুটপাথের এমন সুলভ বাজার হয়ত দেখা মিলবে কেবল নিউইয়র্কের জ্যাকসন হাইটসেই। প্রয়োজনীয় নানা দ্রব্যের পাশাপাশি ধর্মীয় সামগ্রী, সুগন্ধি, ঘড়ি, নারীদের ব্যবহার্য পণ্য- কী নেই এখানে। সপ্তাহের সাত দিনই বসে ফুটপাথের এ বাজার। সব শ্রেণী-পেশার প্রবাসীই এ বাজারের ক্রেতা বলে জানান ব্যবসায়ীরা।
×