ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অনুর্ধ-১৯ ক্রিকেট

আফগান যুবাদের কাছে লজ্জার হার

প্রকাশিত: ০৪:৪৩, ৩ অক্টোবর ২০১৭

আফগান যুবাদের কাছে লজ্জার হার

স্পোর্টস রিপোর্টার ॥ সিরিজের প্রথম ম্যাচে ১৪৫ রানে সফরকারী আফগানিস্তান অনুর্ধ ১৯ ক্রিকেট দলকে হারিয়েছিল বাংলাদেশ অনুর্ধ ১৯। দ্বিতীয় ম্যাচটি হয় বৃষ্টিতে পরিত্যক্ত। সেই ম্যাচে স্বাগতিক যুবাদের ব্যাটিং দৈন্যতা দেখা গিয়েছিল। সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ওয়ানডেতে চরম ব্যাটিং ব্যর্থতা দেখিয়েছে যুবারা। ফলে ৫ উইকেটে জিতে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ সমতা এনেছে সফরকারী আফগান যুবারা। প্রথম ব্যাট করে ৩০.৪ ওভারে মাত্র ৭৫ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। ১৭.২ ওভারে ৫ উইকেট হারিয়ে ৮১ রান তুলে জয় পায় আফগানিস্তান। টস জিতে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ যুবারা। শুরু থেকেই বিপর্যস্ত হয়ে তারা। পেসার নবীন উল হকের তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। শুধু মহিদুল ইসলাম অঙ্কন দৃঢ়তা দেখিয়েছেন। কিন্তু তিনিও মাত্র ২৫ রানে (৫৯ বল, ৩ চার) সাজঘরে ফিরে যান। এছাড়া ওপেনার অধিনায়ক সাইফ হাসান ২২ বলে ২২ রান করেন ১ চার ও ২ ছক্কায়। আর কেউ দুই অঙ্কে পৌঁছতে পারেননি। বাকি ব্যাটসম্যানের রান ছিল- ৬, ১, ৫, ১, ১, ০, ৪, ০ ও ০। ৩০.৪ ওভারে ৭৫ রানেই মুখ থুবড়ে পড়ে বাংলাদেশ যুবাদের ইনিংস। নবীন ৩, তারিক স্ট্যানিকজাই ২ উইকেট নেন। জবাব দিতে নেমে বাংলাদেশী বোলারদেরও দাপটের মুখে দুর্দশাগ্রস্ত হয় আফগানরা। মাত্র ৩৪ রানেই হারিয়ে ফেলে ৪ উইকেট। তবে পঞ্চম উইকেটে ৪১ রানের জুটি তাদের সহজ জয় এনে দেয়। দারউইশ রাসুলি মাত্র ৩৬ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৫ রানের হার না মানা ম্যাচজয়ী ইনিংস খেলেন। মাত্র ১৭.২ ওভারে ৫ উইকেটে ৮১ রান তুলে জয় পায় আফগানরা। বাংলাদেশের নাঈম হাসান ২ উইকেট নেন। একই মাঠে সিরিজের চতুর্থ ওয়ানডে হবে ৪ অক্টোবর।
×