ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রোহিতের সেঞ্চুরিতে ভারতের জয়

প্রকাশিত: ০৪:৪৩, ৩ অক্টোবর ২০১৭

রোহিতের সেঞ্চুরিতে ভারতের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ রোহিত শর্মার দুর্দান্ত সেঞ্চুরির সৌজন্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডেতে ৭ উইকেটের বড় জয় পেয়েছে স্বাগতিক ভারত। নাগপুরে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৪২ রানের সাদামাটা স্কোর গড়ে সফরকারী অজিরা। জবাবে ৪২ ওভার ৫ বলে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বিরাট কোহলির দল। ১২৫ রানের দৃষ্টিনন্দন ইনিংস উপহার দিয়ে ম্যাচসেরা হয়েছেন ওপেনার রোহিত শর্মা। সঙ্গী অজিঙ্কা রাহানে করেছেন ৬১ রান। এ জয়ে ৪-১এ সিরিজ জয়ের পাশাপাশি ফের আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছে ভারত। টানা তিন জয়ে দুই ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিতের পরই অবশ্য এক নম্বরে উঠেছিল মোড়ল দেশটি। তবে চতুর্থ ওয়ানডে হেরে দুই নেমে গিয়েছিল তারা। এক ম্যাচের ব্যবধানেই ফের জায়গা পুনরুদ্ধার করল কোহলি বাহিনী। শনিবার রাচিতে অনুষ্ঠিত হবে তিন ম্যাচ সিরিজের প্রথম টি২০। ওয়ানডে ক্রিকেটে দলগুলো এখন তিন শ’ রানও হরহামেশা টপকে যায়, সেখানে শেষ ম্যাচে জয়ের জন্য ভারতকে এতটুকু বেগ পেতে হয়নি। ওপেনিংয়ে ২২ ওভারে ১২৪ রান যোগ করে বিশ্বচ্যাম্পিয়নদের ম্যাচ থেকে ছিটকে দেন রাহানে ও রোহিত। ১১ চার ও ৫ ছক্কায় ১০৯ বলে ১২৫ রান করে আউট হন রোহিত। ক্যারিয়ারে ১৬৮ ওয়ানডেতে এটি তার ১৪তম সেঞ্চুরি। এর মধ্য দিয়ে ৬০০০ রানের মাইলফলক অতিক্রম করেন ওয়ানডে ইতিহাসের একমাত্র দু-দুটি ডাবল সেঞ্চুরি ও ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ডের মালিক। সিরিজজুড়ে দুর্ধর্ষ ব্যাটিংয়ের জন্য সিরিজসেরা হয়েছেন তরুণ অলরাউন্ডার হারদিক পান্ডিয়া। ম্যাচসেরা রোহিত বলেন, ‘নাগপুরে প্রচ- গরমের মধ্যে ব্যাট করা সহজ ছিল না। সেটা অস্ট্রেলিয়ানদের দেখেই বোঝা গেছে। আমি কেবল নিজের স্বাভাবিক খেলাটা খেলতে চেয়েছি। অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে সেঞ্চুরি সবসময়ই অন্যরকম ব্যাপার। মাঝে ফিটনেস নিয়ে অনেক কাজ করেছি। হয়ত তার ফল পাচ্ছি। সামনে এ ধারা অব্যাহত রাখতে চাই।’ সেই শ্রীলঙ্কা সফর থেকেই ভারতের ওয়ানডে দলে ব্যাপক পরীক্ষা-নিরীক্ষা চলছে। ২০১৯ বিশ্বকাপের কথা মাথায় রেখে প্রতিটি পজিশনে একাধিক খেলোয়াড় তৈরি রাখতে চায় তারা। এই সিরিজে প্রতি ম্যাচেই একাদশে পরিবর্তন দেখা গেছে। তবু দাপটের সঙ্গে সিরিজ জিতল কোহলি এন্ড কোং। বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে যে রকম ক্রিকেট খেলল দল, তেমনই সব ম্যাচেই নির্দয় ক্রিকেট চান ভারতীয় দলের প্রধান কোচ রবি শাস্ত্রী। তার মতে ভাল দল হতে হলে এ রকমই নির্দয় হয়ে থাকতে হবে তাদের। রবিবার অজিদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে বিশ্বের এক নম্বর ওয়ানডে দলের আসনে বসার পর শাস্ত্রী বলেন, ‘এ রকমই নির্দয় পারফর্মেন্স আমরা বারবার করেছি। ভাল দল হতে গেলে এ রকমই ক্রিকেট খেলতে হয়।’ অন্যদিকে দলের ছেলেদের লড়াকু মনোভাবে মুগ্ধ অধিনায়ক বিরাট কোহালি বলেন, ‘শ্রীলঙ্কায় আমরা যেমন দাপটে সিরিজ জিতে ছিলাম, এ বারও তেমন ভাবেই জিতলাম। বিপক্ষ যে হোক না কেন, সবার মধ্যে জেতার অভ্যাস হয়ে গেছে।’
×