ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফাঁকা মাঠে গোল মেসির, রোনাল্ডোর লজ্জা

প্রকাশিত: ০৪:৪১, ৩ অক্টোবর ২০১৭

ফাঁকা মাঠে গোল মেসির, রোনাল্ডোর লজ্জা

স্পোর্টস রিপোর্টার ॥ ফাঁকা মাঠে গোল দিলেন লিওনেল মেসি। অনেকেই ভাবতে পারেন, এটা আবার কেমন কথা। মাঠে প্রতিপক্ষের ১১ জনকে বোকা বানিয়ে হালি হালি গোল করে থাকেন বার্সিলোনার আর্র্জেন্টাইন তারকা। তার আবার ফাঁকা মাঠের দরকার কি? কিন্তু এমনই হয়েছে রবিবার রাতে স্প্যানিশ লা লিগার ম্যাচে। তবে প্রতিপক্ষ ঠিকই ছিল। ম্যাচে স্টেডিয়ামে ছিল না কোন দর্শক। স্পেনে গণভোট নিয়ে হাঙ্গামার কারণে ন্যুক্যাম্পে দর্শকশূন্য মাঠে আয়োজন করা হয় বার্সিলোনা-লাস পালমাস ম্যাচ। ঘটনাবহুল ম্যাচটিতে ৩-০ গোলে জিতেছে কাতালানরা। যথারীতি নায়ক মেসি, তিনি করেছেন জোড়া গোল। দর্শকশূন্য মাঠে খেলা হওয়ায় বলা হচ্ছে, ফাঁকা মাঠে গোল করেছেন মেসি। মেসি যেখানে উড়ছেন সেখানে লা লিগায় গোল করা যেন ভুলে গেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ক্যারিয়ারে লা লিগায় সবচেয়ে বেশি সময় গোল করতে না পারার লজ্জার রেকর্ড গড়েছেন সি আর সেভেন। তবে রিয়ালের জয়যাত্রা থেমে থাকেনি এতে। স্প্যানিশ সুপারস্টার ইস্কোর জোড়া গোলে ভর করে গ্যালাক্টিকোরা ২-০ গোলে হারিয়েছে এস্পানিওলকে। টানা সাত ম্যাচের সবকটিই জিতে পূর্ণ ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সিলোনা। আর ১৫ পয়েন্ট নিয়ে বর্তমান চ্যাম্পিয়ন রিয়ালের অবস্থান চারে। ৯৯ হাজার ধারণ ক্ষমতাসম্পন্ন বার্সিলোনার ঘরের মাঠে ছিল এক অদ্ভুত দৃশ্য। স্পেনের কাতালুনিয়ায় স্বাধীনতার পক্ষে গণভোট নিয়ে গোলমালে ম্যাচের আগে পুলিশের সঙ্গে সাধারণ জনগণের সংঘর্ষে প্রায় তিন শতাধিক আহত হয়। যে কারণে লীগ কমিটির সিদ্ধান্তে দর্শকশূন্য মাঠে আয়োজন করা হয় বার্সা-পালমাস ম্যাচটি। ন্যুক্যাম্পে এই ধরনের পরিস্থিতিতে খেলতে নেমে বার্সা খেলোয়াড়রা ছিলেন ভীষণ হতাশ। এমনকি বার্সা ডিফেন্ডার জেরার্ড পিকে ম্যাচ শেষে পুরো বিষয়টি বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। তিনি বলেন, পেশাদার জীবনে এত বাজে অভিজ্ঞতার মুখোমুখি আমি কখনই হইনি। বাজে অবস্থার রেশ মাঠেও লক্ষ্য করা যায়। প্রথমার্ধে পালমাসের জাল খুঁজে পায়নি কাতালানরা। বিরতির পর ৪৯ মিনিটে সার্জিও বসকুয়েটস বার্সার হয়ে প্রথম গোল করেন। ম্যাচের বাকি দুটি গোল মেসির পা থেকে আসে। ৭০ মিনিটে ডেনিস সুয়ারেজের পাস থেকে গোল করে বার্সার ব্যবধান দ্বিগুণ করেন কার্লোস পুওলকে (৫৯৩) টপকে বার্সিলোনার হয়ে তৃতীয় সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়া মেসি (৫৯৪)। সাত মিনিট পর বার্সিলোনার বড় জয় নিশ্চিত করেন মেসি। এবার তার গোলে এ্যাসিস্ট করেন আরেক সুয়ারেজ অর্থাৎ লুইস সুয়ারেজ। চলতি মৌসুমে লা লিগায় এ নিয়ে সাত ম্যাচে ১১ গোল করলেন মেসি। রাজনৈতিক অস্থিরতার এই জের সান্টিয়াগো বার্নাব্যুতে রিয়াল সমর্থকদের মধ্যেও ছড়িয়ে পড়ে। গোটা ম্যাচে তারা স্পেনের দীর্ঘ ও শান্তিপূর্ণ জীবন নিয়ে গান গেয়েছেন। মাঠের লড়াইয়ে অবশ্য বার্সিলোনা ভিত্তিক এস্পানিওলের বিপক্ষে টানা ১১তম জয় তুলে নিতে রিয়ালকে খুব একটা কষ্ট করতে হয়নি। এবারের মৌসুমে এটা রিয়ালের প্রথম হোম ম্যাচে জয়। ম্যাচ শেষে মাদ্রিদ কোচ জিনেদিন জিদান বলেন, আমাদের অবশ্যই খুশি হওয়া উচিত। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তিন ম্যাচ পরে এখানে প্রথমবারের মতো তিন পয়েন্ট অর্জন করা। রিয়ালের হয়ে ম্যাচের ৩০ ও ৭১ মিনিটে গোল দুটি করেন ইস্কো। স্প্যানিশ মিডফিল্ডারের দুর্দান্ত ফর্ম নিয়ে মন্তব্য করতে গিয়ে জিদান বলেন, সে এমন একজন খেলোয়াড় যাকে দেখে মনেই হয় না এত বড় লীগে সে খেলছে, মনে হয় সে পাড়ার ম্যাচ খেলছে। ইস্কো এমনই, কোন কিছু নিয়েই সে মানসিক চাপে থাকে না। রিয়াল জিতলেও গোল পাচ্ছেন না রোনাল্ডো। লীগে তিন ম্যাচ খেলে ফেলেছেন তিনি অথচ এখনও গোল পাননি। লীগে এমন বাজে শুরু নিজের ক্যারিয়ারে আর কখনোই দেখেননি পর্তুগীজ ফরোয়ার্ড। তিনি তো গোলসংখ্যায় রিয়ালের অবিসংবাদিত সেরা। অথচ এবার যে কি হয়েছে। ২০১০-১১ মৌসুমে প্রথম গোল করতে ২৫৫ মিনিট সময় নিয়েছিলেন রোনাল্ডো। এত দিন পর্যন্ত এটিই ছিল তার ক্যারিয়ারে সর্বোচ্চ। ২০১৬-১৭ মৌসুমে তো ৬ মিনিটের মাথাতেই গোলে পেয়েছিলেন। অথচ এবার টানা তিন ম্যাচে গোল পাননি সি আর সেভেন।
×