ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাতক্ষীরায় ঘুমন্ত স্ত্রীকে পুড়িয়ে হত্যা

প্রকাশিত: ০৪:২৬, ৩ অক্টোবর ২০১৭

সাতক্ষীরায় ঘুমন্ত স্ত্রীকে পুড়িয়ে হত্যা

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ ঘুমন্ত স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যা করা হয়েছে। শনিবার শেষরাতে তালা উপজেলার খলিশখালি ইউনিয়নে বাগমারা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম মুন্নি খাতুন (২৫)। তিনি একই গ্রামের মুছা গাজীর স্ত্রী। গৃহবধূ মুন্নিকে খুলনা মেডিক্যালে নেয়ার পথে রবিবার দুপুরে তার মৃত্যু হয়। এদিকে, গৃহবধূ মুন্নি খাতুন মারা যাওয়ার পর তার স্বামী মুছা গাজী সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় পালিয়ে যায় । বিকেলে পুলিশ নিহতের স্বামী মুছা গাজীকে খুলনার ডুমুরিয়া থেকে আটক করে। মৃত্যুর আগে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অগ্নিদগ্ধ মুন্নি খাতুন জানান, প্রায় ৫ মাস আগে তার একটি সন্তানের জন্ম হয়। ওই শিশু জন্মের সময় তার সন্তানের নাড়ি ছিঁড়ে যায়। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত এবং তাকে মারধর করত। এক পর্যায়ে তার স্বামী মুছা গাজী তাকে বাপের বাড়ি চলে যেতে বলে। আর বাপের বাড়ি না গেলে তাকে হত্যা করবে বলে হুমকি প্রদান করতে থাকে। এরই জের ধরে শনিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটি হয় এবং তাকে মারধর করে। এর পর রাতে খাওয়া শেষে ঘুমিয়ে পড়ার পর ভোরে তার স্বামী মুছা তার গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে হত্যার চেষ্টা করে। এ সময় মুন্নি আত্মরক্ষার চেষ্টা করলে স্বামীর সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে তার স্বামীর শরীরের কিছুটা পুড়ে যায়। পরে তার চিৎকারে এলাকাবাসী তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। টাঙ্গাইলে বন্ধুর হাতে বন্ধু নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল থেকে জানান, দেলদুয়ারে মাদকাসক্ত বন্ধুর লাঠির আঘাতে রিপন তালুকদার (৪০) নামে এক যুবক নিহত হয়েছে। শনিবার রাতে উপজেলার রূপসী বাজারে এ ঘটনা ঘটে। নিহত রিপন রূপসী গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। শনিবার রাতেই খুনী বন্ধু ফয়েজ মিয়াকে আটক করেছে পুলিশ। পুলিশ ও এলাকাবাসী জানায়, দীর্ঘদিন যাবত নলুয়া গ্রামের বুদ্দু মিয়ার ছেলে ফয়েজ মিয়া ও রূপসী গ্রামের ইসমাইল হোসেনের ছেলে রিপনের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। কিছুদিন যাবৎ উভয়ের মধ্যে বিরোধ চলছিল। শনিবার রাতে রূপসী বাজারের একটি চায়ের দোকানে চা পান করছিল রিপন। পূর্ব বিরোধের জের ধরে ফয়েজ মিয়া চায়ের দোকানে ঢুকে লাঠি দিয়ে রিপনের মাথায় আঘাত করে। চুয়াডাঙ্গার কৃষক নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা থেকে জানান, খাসপাড়ায় দুর্বৃত্তরা রিপন নামে এক কৃষককে হত্যা করেছে। সোমবার সকালে গ্রামবাসীর সহয়তায় পুলিশ লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে নিয়ে আসে। তবে পুলিশ বলছে পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে। জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের খাসপাড়া গ্রামের মোছাদ্দেকের ছেলে রিপন কৃষিকাজ ও মাছ চাষ করত। প্রতিদিনের ন্যায় রবিবার রাতে তার পুকুর পাহারার জন্য বাড়ি থেকে বের হয়। বগুড়ায় গৃহবধূ স্টাফ রিপোর্টার,বগুড়া অফিস জানায়, শহরের সূত্রাপুর এলাকায় খুরশিদা বেগম (৩৮) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্য হয়েছে। সোমবার সকালে ঘরের মেঝেতে তার লাশ পাওয়া যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। পুলিশ জানায়, গৃহবধূর স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামের আরিফুল ইসলাম একটি আর্থিক বিনিয়োগ প্রতিষ্ঠানের কর্মকর্তা। কর্মস্থল বগুড়াতে হওয়ায় শহরের সূত্রাপুর এলাকার গোহাইল রোডে রূপকথা হাউজিং নামের বহুতল আবাসিক ভবনের একটি ফ্ল্যাটে তিনি পরিবারসহ থাকেন। সকালে শয়ন ঘরের মেঝেতে গৃহবধূর লাশ পাওয়া যায়। স্বামী ও স্ত্রী পৃথক ঘরে থাকতেন। গৃহবধূ খাদিজা তার ৭ বছরের শিশুকন্যা সাবাকে নিয়ে এক ঘরে এবং অন্য ঘরে গৃহকর্তা থাকতেন। পুলিশ জানায়, সকাল ৮টার দিকে ঘুম থেকে ওঠে তার স্বামী ঘরের মেঝেতে স্ত্রীর লাশ দেখতে পান। কুড়িগ্রামের ব্যবসায়ী স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম থেকে জানান, নাগেশ্বরীতে নিখোঁজ ওষুধ ও ডাচ-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং ‘রকেট’ ব্যবসায়ীর মরদেহ তিনদিন পর রবিবার রাত সাড়ে ১১টার দিকে তার ভ্যান চালকের সাতানিপাড়ার ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয়েছে। আটক ভ্যানচালকের স্বীকারোক্তি মতে পুলিশ মরদেহ উদ্ধার করে। শুক্রবার সন্ধ্যায় নিখোঁজ হয় ওই ব্যবসায়ী। রাতে পৌর এলাকার জোড়াব্রিজ নামক স্থানে রাস্তার ধারে তার ব্যবহৃত মোটরসাইকেলটি পাওয়া যায়। এরপরই ভ্যানচালক ও ভ্যানচালকের নানিশাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। সীতাকুন্ডে গৃহবধূ নিজস্ব সংবাদদাতা, সীতাকুন্ড, চট্টগ্রাম থেকে জানান, বিয়ের সাত মাসের মাথায় সীতাকুন্ডের বারৈয়াঢালা ইউনিয়নের টেরিয়াইল এলাকার শ্বশুরবাড়ি থেকে শান্তা নাগ (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত রবিবার সকালে তার মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
×