ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাবা-মায়ের সেবায় কাউন্সিলর পুরস্কৃত

প্রকাশিত: ০৪:২৪, ৩ অক্টোবর ২০১৭

বাবা-মায়ের সেবায় কাউন্সিলর পুরস্কৃত

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বৃদ্ধ বাবা-মায়ের সেবা করায় বরিশাল সিটি কর্পোরেশনের সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর কহিনুর বেগম ও মাসুদরানা বেগমকে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়েছে। একই অনুষ্ঠানে আরও ২৫ প্রবীণ ব্যক্তিকে সমাজসেবা অধিদফতর থেকে দুই হাজার টাকা করে ভাতা দেয়া হয়। আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে রবিবার সকাল দশটায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদফতর ও প্রবীণহিতৈষী সংঘ জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত সভায় এ সম্মাননা দেয়া হয়েছে। প্রবীণ ব্যক্তিত্ব ডাঃ মোঃ ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) শহিদুজ্জামান। ছয় প্রবীণকে সংবর্ধনা নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২ অক্টোবর ॥ প্রবীণ দিবস উপলক্ষে ফরিদপুরে ছয় প্রবীণকে সংবর্ধনা দেয়া হয়েছে। রবিবার সকালে বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে আয়োজিত প্রবীণ সমাবেশ ও মেলায় এ সংবর্ধনা প্রদান করা হয়। সকাল সাড়ে ৯টার দিকে শহরের শেখ জামাল স্টেডিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ফরিদপুর জেলা শাখা। ও অনুষ্ঠানে ফরিদপুরের সবচেয়ে প্রবীণ ব্যক্তি হিসেবে ইমতাজউদ্দিন ব্যাপারী, শিক্ষকতায় জগদীশ চন্দ্র ঘোষ, ক্রীড়ায় চৌধুরী মমতাজ হোসেন, সঙ্গীতে করুণাময় অধিকারী ও খন্দকার সিরাজুল ইসলাম এবং সাহিত্যে ছড়াকার এনায়েত হোসনকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
×