ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তারা ইয়াজিদের বংশধর ॥ ইনু

প্রকাশিত: ০৪:২৪, ৩ অক্টোবর ২০১৭

তারা ইয়াজিদের বংশধর ॥ ইনু

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ, ২ অক্টোবর ॥ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, রাজাকার, জামায়াত, জঙ্গী এবং তাদের পৃষ্ঠপোষক বিএনপি নেত্রী খালেদা জিয়ার সঙ্গে যারা মিটমাট করার কথা বলে তারা ইয়াজিদের বংশধর। তাদের সঙ্গে কোন মিটমাট হতে পারে না। তিনি রবিবার দুপুরে মানিকগঞ্জের গড়পাড়া ইমাম বাড়িতে আশুরা উপলক্ষে এক শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, ইমাম-হোসেনকে যারা হত্যা করেছিল তাদেরই বংশধর রাজাকার, জামায়াত ও জঙ্গীরা বঙ্গবন্ধুকে হত্যা করেছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা চালিয়েছিল। গড়পাড়া ইমাম বাড়ি দরবার শরীফে আশুরা উপলক্ষে শোক সভায় পীর শাহ মোখলেসুর রহমান সভাপতিত্ব করেন। ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ নিহত নিজস্ব সংবাদদাতা, ভৈরব, ২ অক্টোবর ॥ ভৈরবের সৈয়দ নজরুল সেতুর নিচে রবিবার রাতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আরিফুর রহমান (২৫) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ডালিম নামে এক পথচারী। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। পুলিশ জানায়, রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের মেঘনা নদীর ওপর নির্মিত সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর নিচে দিয়ে যাওয়ার সময় ডালিম নামে এক পথচারীকে আটক করে ছিনতাইকারীরা। ওই পথচারীকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে তিনি চিৎকার ও চেচামেচি শুরু করেন। ঘটনাস্থলের অদূরে রেল সেতু পাহারায় থাকা পুলিশ ব্যারাকের সদস্য আরিফুর রহমান (বিপি ৫৬০) ছুটে আসলে ছিনতাইকারীরা তার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে অপর পুলিশ সদস্যরা গুরুতর আহত অবস্থায় আরিফ ও পথচারী ডালিমকে উদ্ধার করে প্রথমে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে তারা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করেন।
×