ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শীতলক্ষ্যায় ডুবে ছাত্রের মৃত্যু ॥ ডাক্তার লাঞ্ছিত

প্রকাশিত: ০৪:২৩, ৩ অক্টোবর ২০১৭

শীতলক্ষ্যায় ডুবে ছাত্রের মৃত্যু ॥ ডাক্তার লাঞ্ছিত

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে কলেজছাত্র সীমান্তের (১৪) মৃত্যুর ঘটনায় চিকিৎসকে লাঞ্ছিত করা হয়েছে। এ ঘটনায় চিকিৎসক ও নার্সরা বিক্ষোভ করেছেন। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে। জানা গেছে, বন্দর বিএম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র সীমান্তসহ তিন বন্ধু সোমবার দুপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে যায়। এ সময় পানিতে তলিয়ে যায় সীমান্ত। পরে তার বন্ধুরা বিষয়টি স্থানীয় লোকজনকে জানালে প্রায় আধাঘণ্টা পর শীতলক্ষ্যা নদী থেকে সীমান্তকে উদ্ধার করে নারায়ণগঞ্জ তিন শ’ শয্যা হাসপাতালে নিয়ে আসে। পরে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক জান্নাতুল ফেরদৌস নাঈম সীমান্তকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে রোগীর স্বজনরা ডাক্তার জান্নাতুল নাঈমকে লাঞ্ছিত করেন। স্বজনদের অভিযোগ, জরুরী বিভাগে সীমান্তকে নিয়ে আসার পরও ডাক্তার জান্নাতুল ফেরদৌসকে কয়েক দফা ডাকার পর তিনি আসেননি। নার্সরা চিকিৎসা দেন। বেশ কিছুক্ষণ পর এসে ডাক্তার রোগীকে মৃত ঘোষণা করেন। এদিকে ডাক্তারকে লাঞ্ছিত করার প্রতিবাদে ডাক্তার ও নার্সরা জরুরী বিভাগের চিকিৎসা কার্যক্রম বন্ধ করে দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন। বিকেল পর্যন্ত জরুরী বিভাগের চিকিৎসা কর্যক্রম বন্ধ থাকে।
×