ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গির্জা ও স্কুলের সামনে মন্দির নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০৪:২২, ৩ অক্টোবর ২০১৭

গির্জা ও স্কুলের সামনে মন্দির নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ সদরের রামনগরে দ্য স্যালভেশন আর্মি পরিচালিত একটি গির্জা ও স্কুলের সামনে মন্দির নির্মাণের প্রতিবাদে সোমবার দুপুরে যশোর প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দ্য সালভেশন আর্মি চার্চের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন চার্চের মেজর গ্যাবরিয়েল শ্যামল দেউড়ী, দ্য সালভেশন আর্মির ব্যবস্থাপক শংকর কুমার নন্দী, আসাদুজ্জামান, শ্যামল কান্তি সরকার, প্রণব ধর, মনিরা পারভীন প্রমুখ। মানববন্ধনে তারা বলেন, রামনগরে দীর্ঘদিন ধরে তাদের চার্চ ও একটি স্কুল রয়েছে। তার পাশেই রয়েছে সরকারী রাস্তা। এখন গির্জা ও স্কুল থেকে বের হওয়ার পথের পাশেই সরকারী জায়গায় একটি মহল অস্থায়ী মন্দির নির্মাণ করেন। বাধা দিলে তারা তা মন্দির সরিয়ে নেবেন এবং অস্থায়ীভাবে তারা পূজা করার জন্য এটা তৈরি করছে জানায়। এখন মন্দির সরানো দূরের কথা তারা স্থায়ীভাবে সেখানে মন্দির নির্মাণ করছে। এতে তাদের স্কুলে ও চার্চে যাওয়া আসার সমস্যা হচ্ছে। মানববন্ধন থেকে অচিরেই মন্দির সরিয়ে নেয়ার আহ্বান জানানো হয়। শিশুকে যৌন নিপীড়নে গ্রেফতার স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সিদ্ধিরগঞ্জে পাঁচ বছরের এক শিশুকে যৌন নিপীড়ন করার ঘটনা ঘটেছে। এ অভিযোগে মনির হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে আজিবপুর সর্দারপাড়া এলাকায়। এ ঘটনায় সোমবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, শিশুটিকে ফুসলে মনির হোসেন নামে এক যুবক তার সর্দারপাড়া এলাকার বাসায় নিয়ে যৌন নিপীড়ন করে। সেখান থেকে শিশুটি বাসায় ফিরে তার বাবাকে ঘটনাটি জানায়। ৭৯ দিন পর কবর থেকে ছাত্রীর লাশ উত্তোলন নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২ অক্টোবর ॥ বাগাতিপাড়া উপজেলায় দীপা খাতুন নামে এক স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যুর ৭৯ দিন পর কবর থেকে ময়নাতদন্তের জন্য লাশ উত্তোলন করেছে পুলিশ। সোমবার সকালে আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) আহসান হাবিব জিতুর উপস্থিতিতে বাগাতিপাড়া উপজেলার হিজলী পাবনাপাড়া গ্রামের নিহতের ফুফার বাড়ির পাশের কবর থেকে ওই লাশ উত্তোলন করা হয়। নিহত দীপা খাতুন একই গ্রামের দুলাল খাঁর মেয়ে এবং সোনাপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ছিল। উল্লেখ্য, প্রায় তিন বছর পূর্বে দীপার মা তার বাবাকে ছেড়ে অন্যত্র চলে যান। এরপর থেকেই দীপা একই গ্রামে ফুফা আব্বাস আলীর বাড়িতেই বড় হতে থাকে। তবে চলতি বছরের গত ১৬ জুলাই স্কুলছাত্রী দীপা খাতুনের মৃত্যু নিয়ে জনমনে রহস্যের সৃষ্টি হয়।
×