ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বালু উত্তোলনকারীরা বেপরোয়া

চাঁপাইয়ে ৪ সেতু হুমকির মুখে

প্রকাশিত: ০৪:২২, ৩ অক্টোবর ২০১৭

চাঁপাইয়ে ৪ সেতু হুমকির মুখে

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ মাত্র ৯০ কিমি. নদী পথের তলদেশ থেকে বালু উত্তোলনের জন্য আনা হয়েছে আড়াইশত বলগেট। আবার বালু উত্তোলনের কাজে ব্যবহৃত এসব ভাসমান ড্রেজার পরিচালিত হচ্ছে অনুমোদন বিহীনভাবে। এসব ভাসমান নৌযানে নেই কোন অগ্নি নির্বাপক যন্ত্র ও সার্ভে রেজিস্ট্রার ও মাস্টার। মেরিন এ্যাক্ট আইন অনুসারে ঝুঁকিপূর্ণ এসব বালু উত্তোলনকারীরা বলগেট মহানন্দার যেখানে সেখানে ভিড়িয়ে দিয়ে বালু উত্তোলন করছে। কোন কোন স্থানে ২/৩ কিলোমিটার পাইপ বসিয়ে মহানন্দার বালু নিয়ে গিয়ে গর্তভরাট করে হাউজিং স্টেট করছে। এমনকি মহানন্দা নদীর ওপর গোমস্তাপুর এলাকায় ২টি ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ২টি বড় বড় সেতুর ধার ঘেঁষে বালু উত্তোলন করায় এসব সেতু বড় ধরনের হুমকির মুখে পড়েছে। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ শহরের মধ্যখানে মহানন্দা নদীর ওপর শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর বীরশ্রেষ্ঠ সেতুর উজান ও ভাটিতে ৫০ গজের মধ্যে পর্বত সমান উঁচু করে বালু উত্তোলন করায় ৪৪৮.৩০ মিটার সেতুর অসংখ্য স্থানে চির ধরা পড়েছে। সেতুটি একশত বছরের টার্গেটে নির্মাণ করা হলেও বালু উত্তোলন করায় নদীর তলদেশে বড় বড় কয়েক কিলোমিটারের গভীর গর্তের সৃষ্টি হয়েছে। ফলে ২৭ বছর বয়সী এই সেতু ৪০ বছর পার না হতেই ভেঙ্গে পড়ার আশঙ্কা রয়েছে। এই সেতুটি সংযোগ সাধন করেছে শিবগঞ্জ, কানসাটসহ দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনামসজিদকে। অনুরূপভাবে মাত্র তিন বছর আগে নির্মাণ সম্পন্ন হওয়া শেখ হাসিনা সেতুতেও একই অবস্থা। বালিয়াডাঙ্গা, মল্লিকপুর নামো নিমগাছিতে প্রায় ৪১ জন খুবই বেপরোয়াভাবে মহানন্দার তলদেশ থেকে বালু উত্তোলন করায় বিশাল এলাকা নদী ভাঙ্গনের কবলে পড়েছে। গত কয়েক বছর ধরে চাঁপাইনবাবগঞ্জ শহরের হুজরাপুর, বিজিপি ক্যাম্প ও পুলিশ লাইনের কাছাকাছি এলাকার বালু উত্তোলনের ফলে প্রশাসনের কাছে অভিযোগ দিয়েছে। সদর উপজেলা প্রশাসন ইতোমধ্যেই নিমগাছি ও রাজারামপুর এলাকায় বালু উত্তোলন বন্ধ করতে বিশাল পরিমাণ বালু বাজেয়াফত করলেও তারা থেমে নেই। বিশেষ করে কালিনগর এলাকায় যেখানে পাগলা নদীর সঙ্গম স্থল ও ইসলামপুর, দেবিনগরসহ মহানন্দা ও পদ্মার সঙ্গম স্থল সুলতানগঞ্জের নিচে বালুর মান খুবই উন্নত ও মোটা জাতের হওয়ার কারণে প্রতিদিন কোটি কোটি ঘনফুট বালু উত্তোলন করলেও প্রশাসন কোন কার্যকরী ভূমিকা গ্রহণ করতে পারেনি। অনুরূপভাবে গোমস্তাপুর এলাকা ছেড়ে আসা মল্লিকপুর, গোবরাতলা ও বালিয়াডাঙ্গার ওপর দিয়ে নেমে আসা মহানন্দার বুকে যারা বালু উত্তোলন করছে তারা খুবই প্রভাবশালী। ফলে প্রশাসন এদের বিরুদ্ধে তেমন কোন শক্ত অবস্থান নিতে পারছে না কেবল এলাকার জনসাধারণ অভিযোগ করেছে।
×