ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বরিশাল ও দিনাজপুর

মালিতে নিহত সৈনিকের লাশ দাফন

প্রকাশিত: ০৪:২১, ৩ অক্টোবর ২০১৭

মালিতে নিহত সৈনিকের লাশ দাফন

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে গিয়ে আফ্রিকার মালিতে সন্ত্রাসীদের পুঁতে রাখা বোমা বিস্ফোরণে নিহত সেনা সদস্য মনোয়ার হোসেনের মৃতদেহ রবিবার রাত আটটায় বরিশালের গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে মনোয়ারের মরদেহ ঢাকা থেকে সরাসরি সড়কপথে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে চন্দ্রমোহন অলিশিয়া জৈনপুরি খানকা মাঠে নিয়ে আসেন সেনা সদস্যরা। গাড়ি থেকে ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেনা সদস্যরা তার মরদেহ বহন করে জানাজাস্থলে নিয়ে আসেন। পরে সেখানে গার্ড অব অনার প্রদান এবং মনোয়ারের জীবনবৃত্তান্ত তুলে ধরা হয়। এরপর সেনা সদস্য, আত্মীয়-স্বজন ও আশপাশের কয়েক গ্রামের হাজারো মানুষের উপস্থিতিতে মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে সেনা সদস্যরা কফিন কাঁধে বহন করে শহীদের বাড়িতে নিয়ে যান। পরিবারের সদস্যদের অনুমতির পর তার (মনোয়ার) মরদেহের দাফন সম্পন্ন হয়। এরপর তাকে মরণোত্তর সালাম প্রদান করেন সেনা সদস্যরা। এসময় সেখানে উপস্থিত ছিলেন ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ, ৩২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর মনির হোসেন, শান্তিরক্ষা মিশনের কন্টিনজেন্ট ব্যানব্যাট-৪ এর মেজর কায়সারসহ সেনা সদস্যরা। স্টাফ রিপোর্টার দিনাজপুর থেকে জানান, চিরিরবন্দর উপজেলার পুনট্রি ইউনিয়নের বিশ্বনাথপুর ম-লপাড়া গ্রামের বাড়িতে গোরস্তানে চিরনিদ্রায় শায়িত হলেন পশ্চিম আফ্রিকার দেশ মালিতে বিদ্রোহীদের হামলায় নিহত সেনা সার্জেন্ট আলতাফ হোসেন ম-ল। রবিবার সন্ধ্যায় গ্রামের বাড়িতে এসে পৌঁছে আলতাফের মরদেহ। আলতাফ ম-লের মরদেহ দিনাজপুরের চিরিরবন্দরের গ্রামে বাড়ি পৌঁছলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণ হয়। তার ক্যানসার আক্রান্ত মা সুরতজান বিবি বারবার মূর্ছা যান ছেলের মরদেহ দেখে। স্ত্রী, দুই মেয়েসহ আত্মীয়-স্বজনসহ অন্যরা আবেগ আপ্লুত হয়ে পড়েন। রবিবার ভোর ৪টায় জাতিসংঘের বিশেষ হেলিকপ্টারযোগে মরদেহ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে। সেখান থেকে মরদেহ ঢাকা সেনানিবাসে নিয়ে যাওয়া হয়। ঢাকা সেনানিবাসে জানাজা শেষে হেলিকপ্টারযোগে সৈয়দপুর সেনানিবাসে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা ও আনুষ্ঠানিকতা শেষে সেনাবাহিনীর গাড়িযোগে সড়কপথে সার্জেন্ট আলতাফ হোসেন মন্ডলের মরদেহ তার গ্রামের বাড়িতে পৌঁছে। কুতুবডাঙ্গা ঈদগাহ মাঠে মাগরিবের নামাজের পর জানাজা শেষে তাকে বিশ্বনাথপুর মসজিদ সংলগ্ন গোরস্তানে দাফন করা হয়।
×