ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কুমিল্লায় বাস খাদে ॥ নিহত ৭

প্রকাশিত: ০৪:২০, ৩ অক্টোবর ২০১৭

কুমিল্লায় বাস খাদে ॥ নিহত ৭

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২ অক্টোবর ॥ কুমিল্লায় বেপরোয়া গতিসম্পন্ন একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে মা-ছেলেসহ ৭ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে। চান্দিনা উপজেলার নূরীতলা নামক স্থানে রবিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে চারজন পুরুষ, দুইজন নারী ও এক ছেলে শিশু রয়েছে। আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ থেকে ঢাকাগামী তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস চান্দিনা উপজেলার নূরীতলা নামক স্থানে পৌঁছলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে বাসের ৫ যাত্রী নিহত হন। পরে মারাত্মক আহত অবস্থায় চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক আরও দুইজনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন- গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এলাকার মানিক মিয়ার স্ত্রী পিংকি আক্তার (২৫), তার দেড় বছরের ছেলে মিনহাজ, কুমিল্লার দেবিদ্বার উপজেলার খলিলপুর গ্রামের বিরাম উদ্দিনের ছেলে গোলাপ খান (৬০), তার স্ত্রী আনোয়ারা বেগম (৫৫), একই উপজেলার বাঙ্গুরী গ্রামের শাবির বক্সের ছেলে তৌহিদুল ইসলাম (৩৮), কুমিল্লা আদর্শ সদর উপজেলার যশপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে প্রবাসী জসিম উদ্দিন (৩৫), চান্দিনার বামনিখোলা গ্রামের শাহজাহানের ছেলে ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্র সুজন (২২)। দুর্ঘটনায় গুরুতর আহত দেবিদ্বার উপজেলার জয়পুর গ্রামের ওয়ালিউল্লাহ্, তার ছেলে ইব্রাহীম, মুরাদনগর উপজেলার শ্রীকাইল গ্রামের আবু তাহেরের ছেলে রিপন, চান্দিনা উপজেলা বারেরা গ্রামের সুফিয়াসহ অপর আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। রংপুরে ৪ জন নিজস্ব সংবাদদাতা, রংপুর থেকে জানান, মিঠাপুকুর ও পীরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত এবং ৩ জন আহত হয়েছে। মিঠাপুকুরে ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। সোমবার সকাল ৬টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের জায়গীরহাট নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, সোমবার সকাল সাতটার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের জায়গীরহাট নামকস্থানে বগুড়া থেকে নীলফামারীগামী ১০ চাকার একটি ট্রাকের সঙ্গে রংপুর থেকে বগুড়াগামী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই ভ্যানের তিন জন নিহত হন। নিহতরা হলেন বগুড়ার শেরপুরের ছনকা দক্ষিণপাড়ার সোনা উদ্দিনের কন্যা মনোয়ারা বেগম(৪০), একই উপজেলার বিরল গ্রামের মোকছেদ আলীর পুত্র মজনু মিয়া(৩৫) এবং একই এলাকার আব্দুল কুদ্দুস(৬০)। তারা সবাই মিলশ্রমিক ছিলেন। অন্যদিকে রবিবার রাতে পীরগঞ্জের উনিশমাইলে বাসের সঙ্গে ট্রলির ধাক্কায় নিহত হন মিনু মিয়া। তার বাড়ি পীরগঞ্জের শানেরহাটে। দিনাজপুরে চালকসহ ২ স্টাফ রিপোর্টার, দিনাজপুর থেকে জানান, দিনাজপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকের চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। সোমবার সকাল সোয়া ১০টার দিকে দিনাজপুর সদর উপজেলা পরিষদের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন দিনাজপুর সদর উপজেলার মেডিক্যাল মোড় এলাকার মৃত সমেদ মাতাব্বরের ছেলে ইজিবাইক চালক মান্দার আলী (৪৫) ও ইজিবাইকের যাত্রী সদর উপজেলার সুবরা গ্রামের আসির উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (৩৫)। গাজীপুরে বৃদ্ধ স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে জানান, শ্রীপুরের নয়নপুর এলাকায় সোমবার ভোর রাতে প্রাইভেটকারের চাপায় অজ্ঞাত এক বৃদ্ধ (৬৫) মারা গেছে। পুলিশ ঘাতক প্রাইভেটকার ও চালক শফিকুল ইসলামকে আটক করেছে। সোমবার ভোর রাতে জেলার শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকায় মহাসড়কের পাশ দিয়ে হাঁটতে থাকা অজ্ঞাত (৬৫) এক বৃদ্ধকে ময়মনসিংহগামী একটি প্রাইভেটকার চাপা দেয়।
×