ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টুকরো খবর

প্রকাশিত: ০৪:১৯, ৩ অক্টোবর ২০১৭

টুকরো খবর

রাবির হলে ককটেল বিস্ফোরণ রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ শামসুজ্জোহা হলে গভীর রাতে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। রবিবার গভীর রাত দুইটার দিকে ওই হলের টিভি কক্ষের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর বিক্ষোভ মিছিল করেছে জোহা হল শাখা ছাত্রলীগ। জানা যায়, রাত দুইটার দিকে হলের টিভি কক্ষের সামনে থেকে ককটেল বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। এতে আতঙ্কিত হয়ে পড়ে আবাসিক শিক্ষার্থীরা। প্রধানমন্ত্রীকে গালি ॥ তরুণীকে আটক নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২ অক্টোবর ॥ জেলা প্রশাসক শাহিনা খাতুনকে মোবাইল ফোনে প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনাকে অকথ্য ভাষায় গালিগালাজ করার অপরাধে শিলা খাতুন নামে এক তরুণীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। রবিবার বেলা ১২টার দিকে শহরের স্টেশন বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত শিলা খাতুন সিংড়ার কলম ইউনিয়নের কলম পালপাড়া গ্রামের কৃষক রহিম মিয়ার মেয়ে। চার প্রতারক গ্রেফতার স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সিদ্ধিরগঞ্জে প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ সদস্যরা। গ্রেফতারকৃতরা হলো- মনির হোসেন আজাদ, আক্তার, ইমাম হোসেন ও শারমিন আক্তার হ্যাপি। শনিবার রাতে সিদ্ধিরগঞ্জের নয়াআটির মুক্তিনগর অরুনীকুঞ্জ নামের একটি ভবনের চার তলার ফ্ল্যাট বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। সে সময় প্রতারণার শিকার রিক্সাচালক মহরম আলীকে উদ্ধার করা হয়। রবিবার বিকেলে র‌্যাব-১১ সিপিএসসির সহকারী পুলিশ সুপার (এএসপি) জসিম উদ্দিন চৌধুরীর গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তাঁতী লীগ লাঞ্ছিত করার প্রতিবাদ নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২ অক্টোবর ॥ জেলা তাঁতী লীগের সভাপতি রবিউল ইসলাম রবিকে লাঞ্ছিত ও মুক্তিপণে অপহরণ করার প্রতিবাদে স্থানীয় আওয়ামী লীগ নেতা সাবেক এমপি এমদাদুল হকের কুশপুতুলদাহ করেছে। রবিবার দুপুরে রানীশংকৈল উপজেলার নেকমরদ হাটের চৌরাস্তায় রবিউল ইসলাম রবির অনুসারীরা ওই নেতার কুশপুতুলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এ সময় আ’লীগ নেতা রবিউল ইসলাম রবি অভিযোগ করে বলেন, আমি বৃহস্পতিবার রাত ১১টায় পীরগঞ্জ উপজেলার বাঁশগাড়া পূজা ম-পে যাই। খুমেক হাসপাতালে ২২ দালাল আটক স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে বেসরকারী হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়ার সঙ্গে জড়িত অভিযোগে সোমবার ২২ দালালকে আটক করেছে র‌্যাব-৬ খুলনার সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদ- প্রদান করা হয়। র‌্যাব জানায়, খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে আগত সহজ-সরল রোগী ও তার স্বজনদের মিথ্যা তথ্য দিয়ে ভুল বুঝিয়ে দালালচক্র তাদের বেসরকারী হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়। এ অভিযোগের ভিত্তিতে সোমবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে অভিযান চালানো হয়। এ সময় দালালচক্রের ২০ নারী ও দুই পুরুষ সদস্যকে আটক করা হয়। নীলফামারীতে এক রোহিঙ্গা আটক স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ এক রোহিঙ্গা সদসকে আটক করেছে পুলিশ। রবিবার রাত ১১টার দিকে তাকে আটক করে থানায় নিয়ে রাখা হয়েছে। নীলফামারী জেলা সদর উপজেলার কচুকাটা বাজারে ঘোরাফেরা করলে এলাকাবাসীর সন্দেহ হয়। এলাকাবাসী খবর দিলে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। আটক রোহিঙ্গার নাম বেলাল। সোমবার সকালে এ ব্যাপারে কথা হলে নীলফামারী সদর থানার ওসি বাবুল আখতার জানান, তাকে জিজ্ঞাসাবাদ করে পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করা হচ্ছে। তাকে থানায় হেফাজতে রাখা হয়েছে। জেএমবির সদস্য গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২ অক্টোবর ॥ কালিহাতী উপজেলার এলেঙ্গা থেকে গ্রেফতারকৃত দুই জঙ্গীর এক সহযোগী জেএমবির সক্রিয় সদস্য মোক্তারুল ইসলামকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার ভোর রাতে র‌্যাব-১২ এর সদস্যরা অভিযান চালিয়ে জামালপুর জেলার মেলান্দহ থেকে তাকে গ্রেফতার করে। টাঙ্গাইল র‌্যাব-১২ জানায়, কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার মসিন্দা গ্রাম থেকে গত ৫ সেপ্টেম্বর গ্রেফতারকৃত জঙ্গী মাসুমের দেয়া তথ্যের ভিত্তিতে রবিবার ভোররাতে টাঙ্গাইল র‌্যাবের একটি দল জামালপুর জেলার মেলান্দহ এলাকায় অভিযান চালিয়ে জেএমবির সক্রিয় সদস্য ও জঙ্গী মাসুমের সহযোগী মোক্তারুল ইসলামকে গ্রেফতার করে। বিপুল পরিমাণ মাদক উদ্ধার ॥ গ্রেফতার ২ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকায় একটি দোকানে পরিচালিত র‌্যাবের অভিযানে দুই মাদক বিক্রেতা গ্রেফতার হয়েছে। তাদের নাম লোকমান হোসেন ও লিটন। রবিবার রাত পৌনে ১২টার দিকে এ অভিযান পরিচালিত হয়। র‌্যাব সূত্র জানায়, মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে সেখানে কান্ট্রি স্টিট শপ নামের একটি দোকানে কয়েক ব্যবসায়ী অবস্থান করছিল- গোপন তথ্যে এমন খবর পেয়ে র‌্যাবের একটি টিম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৫শ’ লিটার মদ এবং ১০ কেজি গাঁজা, যার মূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা। ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক নিজস্ব সংবাদদাতা, সীতাকু-, চট্টগ্রাম, ২ অক্টোম্বর ॥ সীতাকু-ে তাছলিমা বেগম নামে এক রোহিঙ্গা নারীকে ইয়াবাসহ আটক করেছে বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশ। সোমবার সকালে উপজেলার সোনাইছড়ি ঘোড়ামারাস্থ মহাসড়কের সোনা মিয়া ড্রাইভারের বাড়ির সামনে থেকে আটক করে। আটককৃত রোহিঙ্গা নারী কক্সবাজার জেলার টেকনাফ থানার মোচনী রোহিঙ্গা ক্যাম্পের হামিদ হোসেনের স্ত্রী। জানা যায়, রোহিঙ্গা নারী বোরকার নিচে পাজামায় বিশেষভাবে এক হাজার ইয়াবা নিয়ে যাচ্ছিল যার আনুমানিক মূল্য ৩ লাখ টাকা। মাথায় বস্তা পড়ে পথচারী নিহত নিজস্ব সংবাদদাতা, সীতাকু-, চট্টগ্রাম, ২ অক্টোম্বর ॥ সীতাকু-ে মাথায় বস্তা পড়ে আক্তার হোসেন (২২) নামে এক পথচারী নিহত হয়েছে। গত রবিবার দুপুরে উপজেলার পাক্কা মসজিদ এলাকার কেডিএস লজিস্টিকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আক্তার হোসেন লক্ষ্মীপুর জেলার রায়পুর এলাকার মৃত ওসমান গনি পাটোয়ারির পুত্র। জানা যায়, কেডিএস লজিস্টিকের ভেতরে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাক থেকে বস্তা নামিয়ে কারখানার গোডাউনে ঢোকাচ্ছিলেন শ্রমিকরা। এ সময় অসাবধানতাবশত ট্রাকের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল আক্তার হোসেন নামে এক শ্রমিক। এ সময় ট্রাক থেকে তার মাথায় একটি বস্তা ওপর থেকে ছিটকে পড়ে। ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর মনসুরাবাদ কৈবল্যধাম মন্দির এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আনুমানিক ৩৫ বছর বয়সী এ যুবকের পরিচয় অজ্ঞাত। সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, সোমবার বেলা ১১টার দিকে রেললাইনে ট্রেনের চাকায় কাটা পড়ে এ যুবক। স্থানীয় লোকজন থানায় জানালে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। খ-িত দেহটি পড়েছিল লাইনের ওপর। কোন্ ট্রেনের নিচে কাটা পড়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। দুই মাদক বিক্রেতা আটক স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ শহরের রিকাবীবাজার এলাকা থেকে রবিবার রাতে অভিযান চালিয়ে সাড়ে ১৭ লাখ টাকার মাদকসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে বিলাসবহুল প্রাইভেটকার উদ্ধার করা হয়। আটককৃতরা হলোÑ সিলেট সদর উপজেলার অনন্তপুর গ্রামের ছোরাব আলীর ছেলে হোসেন ও গোলাপগঞ্জ উপজেলার পশ্চিমভাগ গ্রামের সারোয়ার আহমদ খান। র‌্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবে সিলেট ক্যাম্পের একটি অভিযানিক দল নগরীর রিকাবীবাজারের পুলিশ লাইনস বিদ্যালয়ের সামনে অভিযান পরিচালনা করে। চট্টগ্রামে কারখানা ও ব্যাংক শাখায় অগ্নিকা- স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীতে সংঘটিত পৃথক দুটি অগ্নিকা-ে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। সোমবার ভোরে ইপিজেড এলাকার একটি কারখানায় এবং মুরাদপুর এলাকায় একটি ব্যাংকের শাখায় এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। জানা যায়, ভোর সাড়ে ৫টার দিকে ইপিজেড এলাকার সি-টেক্স লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে আগুন লাগে। সুইং মেশিনে সংযোগ থেকে এ আগুনের সূত্রপাত হয়। অপর অগ্নিকা-ের ঘটনাটি ঘটে নগরীর মুরাদপুর এলাকায় ডাচ্-বাংলা ব্যাংকের শাখায় ভোর ৪টার দিকে। আগুন লাগে ব্যাংকের সার্ভার রুমে। খবর পেয়ে বায়েজিদ বোস্তামী এবং চন্দনপুরা ফায়ার স্টেশনের পাঁচটি গাড়ি গিয়ে আগুন নেভায়। এতেও প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়।
×