ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মিয়ানমার সঙ্কট নিরসনে শান্তিপূর্ণ সমাধান চাই ॥ নাসিম

প্রকাশিত: ০৪:১৪, ৩ অক্টোবর ২০১৭

মিয়ানমার সঙ্কট নিরসনে শান্তিপূর্ণ সমাধান চাই ॥ নাসিম

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ মিয়ানমার সঙ্কট নিয়ে আমরা শান্তিপূর্ণ সমাধান চাই মন্তব্য করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের মমতাময়ী নেত্রী। রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে শেখ হাসিনা বিশ্বে প্রশংসা কুড়িয়েছেন। মিয়ানমার সরকার বিশ্বের চাপের মুখে নথি স্বীকার করে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাধ্য হবে বলেও তিনি মন্তব্য করেছেন। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার প্রশংসা করে নাসিম আরও বলেছেন, এ দেশে আশ্রিত রোহিঙ্গাদের মায়ের মমতা ও বোনের ভালবাসা দিয়ে খাদ্য ভাগ করে খেয়ে শেখ হাসিনা প্রমাণ করেছেন তিনি (হাসিনা) শুধু সরকারপ্রধান বা শাসক নন- মানবতারও নেত্রী। তিনি রোহিঙ্গা নাগরিকদের ওপর ইতিহাসের জঘন্যতম নির্যাতনের কথা উল্লেখ করে বলেছেন, মিয়ানমার বর্বর সরকার, তারা নিজের দেশের মানুষকে হত্যা করেছে, নির্যাতন ও ধর্ষণ করেছে। আর বাংলাদেশ সরকার তাদের দেশ থেকে জীবন বাঁচাতে আসা নিরীহ মানুষকে আশ্রয় দিয়েছে, স্বাস্থ্যসেবা ও খাদ্যসহ মানবিক সকল সাহায্য দিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। সোমবার দুপুরে ৬৩৬ কোটি টাকা ব্যয়ে সিরাজগঞ্জের শিয়ালকোলে নির্মাণাধীন শহীদ এম. মনসুর আলী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন কালে রোহিঙ্গা প্রসঙ্গ নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। গণপূর্ত বিভাগ এ প্রকল্প বাস্তবায়ন করছে। সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে মিয়ানমার থেকে সফরে আসা একজন মন্ত্রীকে স্বাস্থ্যমন্ত্রী নাসিম স্বাগত জানিয়ে বলেন, আপনি মিয়ানমার মন্ত্রীকে) দেখুন আপনাদের দেশের নাগরিকরা ঘরবাড়ি ছেড়ে এসে কত কষ্ট পাচ্ছে। তাদের ফিরিয়ে নিয়ে পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করুন। আমরা কোন যুদ্ধ চাই না, আমরা শান্তিপূর্ণভাবে এ সঙ্কটের সমাধান চাই। এর আগে রবিবার বিকেলে মোহাম্মদ নাসিম কাজীপুরে নবনির্মিত শহীদ এম মনসুর আলী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি ভবন), নির্মাণাধীন বেগম আমেনা মনসুর টেক্সটাইল ইনস্টিটিউট, ৫শ’ আসনবিশিষ্ট শহীদ এম মনসুর আলী অডিটরিয়াম, যমুনা নদীর ভাঙ্গন প্রতিরোধ কার্যক্রম ও প্রস্তাবিত পর্যটন কেন্দ্র ও মেডিক্যাল এ্যাসিস্টেন্ট ট্রেনিং স্কুলের নির্মাণ স্থান পরিদর্শন করেন। এ সময় তিনি যমুনার ভাঙ্গন থেকে সিরাজগঞ্জ কাজীপুর রক্ষায় সম্প্রতি ৪শ ৬৫ কোটি টাকার পানি উন্নয়ন বোর্ডের একটি প্রকল্প একনেক বৈঠকে অনুমোদিত হওয়ায় তার নির্বাচনী এলাকার জনগণের পক্ষ থেকে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান। তিনি সিরাজগঞ্জসহ কাজীপুরের সামগ্রিক উন্নয়নের চিত্র তুলে ধরে আগামী এক বছরের মধ্যে সকল উন্নয়ন কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
×