ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ওয়াইম্যাক্স ইলেক্ট্রোডের আইপিওতে ৯৫.৩৫ গুণ আবেদন

প্রকাশিত: ০৪:০৫, ৩ অক্টোবর ২০১৭

ওয়াইম্যাক্স ইলেক্ট্রোডের আইপিওতে ৯৫.৩৫ গুণ আবেদন

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে সদ্য প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন সংগ্রহ করা ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড লিমিটেডের সাধারণ বিনিয়োগকারী কোটায় ৯৫.৩৫ গুণ আবেদন পড়েছে। নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, আইপিওতে কোম্পানিটির শেয়ারে গড়ে ৪২.৩০ গুণ বেশি আবেদন পড়েছে। এর মধ্যে সাধারণ বিনিয়োগকারী কোটায় আবেদন পড়েছে ৯৫.৩৫ গুণ, ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী কোটায় আবেদন পড়েছে ৪৩.৯৭ গুণ, নন-রেসিডেনশিয়াল বাংলাদেশী (এনআরবি) কোটায় ২৪.৮৩ শতাংশ গুণ ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী কোটায় ১১.৫৮ গুণ আবেদন জমা পড়েছে। সূত্র জানায়, কোম্পানির প্রত্যাশার তুলনায় অতিরিক্ত আবেদন জমা পড়ায় কোম্পানিটির শেয়ারের লটারি ড্র আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। পুঁজিবাজারে ১০ টাকা দরে ১ কোটি ৫০ লাখ সাধারণ শেয়ার ছেড়ে ১৫ কোটি টাকা সংগ্রহ করবে ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড। আর উত্তোলিত টাকা দিয়ে মূলধনী যন্ত্রপাতি, কাঁচামাল ক্রয় এবং আইপিও খাতে ব্যয় করবে কোম্পানিটি। ২০১৬ সালের ৩০ জুন শেষে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ২ টাকা ৩ পয়সা। একই সময়ে শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ১৪ টাকা ৮৭ পয়সা। প্রকৌশল খাতের ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড লিমিটেডের ২০১৬-১৭ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে ইপিএস ১০ শতাংশ বেড়েছে। তৃতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৫৭ টাকা, যা আগের বছর একই সময়ে ছিল ১.৪৩ টাকা। এদিকে তৃতীয় প্রান্তিকের শেষ তিন মাসে (জানুয়ারি-মার্চ’১৭) কোম্পানিটির ইপিএস হয়েছে ০.৫৩ টাকা, যা আগের বছর একই সময়ে ছিল ০.৪৬ টাকা। এছাড়া চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’১৬) কোম্পানিটির ইপিএস হয়েছে ০.৫০ টাকা, যা আগের বছর একই সময়ে ছিল ০.৫৩ টাকা। দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’১৬) ইপিএস হয়েছে ০.৫৪ টাকা, যা আগের বছর একই সময়ে ছিল ০.৪৪ টাকা।
×