ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে

প্রকাশিত: ০৪:০৫, ৩ অক্টোবর ২০১৭

পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের দুই পুঁজিবাজারে সোমবার মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের দিনের তুলনায় প্রায় ৪৮ শতাংশ লেনদেন বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন কমেছে। তবে উভয় বাজারেই লেনদেন ও চাহিদার শীর্ষে ছিল নতুন তালিকাভুক্ত কোম্পানির আমরা নেটওয়ার্কেও শেয়ার দর। স্বল্প মূলধনী কোম্পানি হওয়ায় নতুন কোম্পানিটির শেয়ার দর বেড়েছে আশঙ্কাজনকভাবে। ফলে গত পাঁচ বছরে নতুন কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি ২৫৯ শতাংশ দর বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে ৯২৫ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ৩০১ কোটি ৪ লাখ টাকা বেশি। আগের দিন এ বাজারে ৬২৪ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৩টির, কমেছে ২২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির শেয়ার দর। সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পর ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক দশমিক ১১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৯২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩৩৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ৭৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৭৬ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : আমরা নেটওয়ার্ক, এক্সিম ব্যাংক, ইসলামী ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, ঢাকা ব্যাংক, শাহজালাল ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, উত্তরা ব্যাংক, আইএফআইসি ও ইউসিবি। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : ঢাকা ব্যাংক, ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, ব্যাংক এশিয়া, সোনারবাংলা ইন্স্যুরেন্স, সাউথ ইস্ট ব্যাংক, ইউসিবি, মার্কেন্টাইল ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক ও তাকাফুল ইন্স্যুরেন্স। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : নর্দার্ন জুট, ফাইন ফুড, মিরাকল ইন্ড্রাস্টিজ, বিডি অটোকার, হাক্কানী পাল্প, রহিম টেক্সটাইল, প্রাইম টেক্সটাইল, ঝিল বাংলা সুগার, আরামিট সিমেন্ট ও মেঘনা কনডেন্স মিল্ক। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৫৬ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৯২৫ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬২টির, কমেছে ১৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টি কোম্পানির শেয়ার।
×