ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশ চলচ্চিত্র ফোরামের যাত্রা শুরু

প্রকাশিত: ০৪:০৫, ৩ অক্টোবর ২০১৭

বাংলাদেশ চলচ্চিত্র ফোরামের যাত্রা শুরু

স্টাফ রিপোর্টার ॥ অবশেষে জন্ম নিল চলচ্চিত্র পরিবার সংশ্লিষ্টদের নতুন সংগঠন ‘বাংলাদেশ চলচ্চিত্র ফোরাম’ (বিসিএফ)। কারও বিরুদ্ধে নয়, বাংলাদেশের চলচ্চিত্রের দুরবস্থা থেকে উত্তরোত্তর উন্নয়নের লক্ষ্যেই এ সংগঠনের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান, এর সঙ্গে সংশ্লিষ্টরা। চলচ্চিত্র তারকা, কলাকুশলী, নির্মাতা, প্রযোজক, পরিবেশক, প্রদর্শকদের সমন্বয়ে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় রাজধানীর ঢাকা ক্লাবে সোমবার দুপুরে। প্রযোজক নাসির উদ্দিন দিলুকে সভাপতি এবং পরিচালক ও অভিনেতা কাজী হায়াৎকে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট এ ফোরামের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। নতুন এ সংগঠনের কার্যকরী নির্বাহী পরিষদ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন-প্রযোজক নাসির উদ্দিন দিলু (সভাপতি), সহ সভাপতিদের মধ্যে ছিলেন সিনেমা হল মালিক মোহাম্মদ হোসেন, পরিচালক অভিনেতা নাদের চৌধুরী, প্রযোজক অভিনেতা ড্যানি সিডাক, হল মালিক নাদের খান ও প্রযোজক সেলিম খান। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক কাজী হায়াৎ, যুগ্ম সাধারণ সম্পাদক হল মালিক কামাল হোমাম্মদ কিবরিয়া লিপু, সাংগঠনিক সম্পাদক প্রযোজক এমডি ইকবাল, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রমিজ উদ্দিন, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক অভিনেত্রী ফারহান আমিন নতুন, আন্তর্জাতিক সম্পাদক চিত্র নায়িকা আরিফা পারভীন জামান মৌসুমী, দফতর সম্পাদক জাহিদ হোসেন ও কোষাধ্যক্ষ কামরুজ্জামান কমল। এছাড়াও সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রযোজক আব্দুল আজিজ, অভিনেতা ওমর সানী, কাজী মারুফ, শাকিব খান, ববিসহ আরও অনেকে। প্রধান অতিথি ইকবাল সোবহান চৌধুরী চলচ্চিত্র সংশ্লিষ্ট ফোরামের কর্মীদের উদ্দেশে বলেন, শুধুমাত্র জীবিকার তাগিদে নয়, বাংলাদেশের চলচ্চিত্রকে ভালবেসে আপনারা এখনও এর সঙ্গে নিজেদের বিলিয়ে দিয়েছেন। অনেক সংকটের মধ্যেও বাংলাদেশে এখনও ভাল ভাল চলচ্চিত্র নির্মাণ হচ্ছে। এ অঙ্গনে অনেক মেধাসম্পন্ন ব্যক্তি রয়েছেন, যারা চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যেতে পারেন। যেহেতু আমাদের দেশের মানুষের মধ্যে চলচ্চিত্রের আবেদন অনেক বেশি। জাতির পিতা বঙ্গবন্ধু চলচ্চিত্রকে ভাল বাসতেন বলেই বিএফডিসি তৈরি করেছিলেন। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও চলচ্চিত্রকে ভালবাসেন বলেই একে শিল্প ঘোষণা করেছেন এবং তিনিও চলচ্চিত্রের কল্যাণের কথা চিন্তা করে ফিল্ম ইনস্টিটিউট তৈরি করছেন। আপনারা মুক্তিযুদ্ধের চেতনায় চলচ্চিত্রের সোনালি অতীত ফিরিয়ে আনার চেষ্টা করুন। আপনাদের মাধ্যমে চলচ্চিত্রের নতুন অধ্যায়ের সূচনা হোক এই প্রত্যাশা করি। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অভিনেত্রী মৌসুমী ও নুসরাত ফারিয়া।
×