ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ শুরু

প্রকাশিত: ০৪:০৫, ৩ অক্টোবর ২০১৭

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ শুরু

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারের বিনিয়োগকারীদের বিনিয়োগ শিক্ষায় উদ্বুদ্ধকরণ এবং সচেতনতায় বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশেও ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ’ উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেল পৌনে ৫টায়, রাজধানীর শিল্পকলা একাডেমিতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ’ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আইন কানুন ও নীতিমালার দুর্বলতা এবং যথাযথ জ্ঞানের অভাবেই পুঁজিবাজারে অতীতে ধস হয়েছে। তবে ৪ বছরের দীর্ঘ সংস্কারে এই বাজার এখন স্থিতিশীল অবস্থানে রয়েছে বলেও দাবি করেন তিনি। সোমবার বিকেলে রাজধানীর শিল্পকলা ইন্সটিটিউট মিলনায়তনে ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০১৭’ এর উদ্বোধনের আগে তিনি এমন মন্তব্য করেন। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, পুঁজিবাজার প্রতিষ্ঠার পর ২টি ধস হয়েছে। যা আমাদের কাবু করে ফেলেছে। এই ধসের কারণ ছিল আমাদের দুর্বল আইন কানুন ও নীতিমালা। তবে আইন সংস্কারের কারণে ২০১৩ সালের পর একটা ভালো পুঁজিবাজার পাওয়া গেছে বলে দাবি করেন মন্ত্রী। তিনি বলেন, এখন এখানে বিনিয়োগের পরিবেশ ভালো। এসময় অর্থমন্ত্রী চিন্তাভাবনা ও লেখাপড়া করে বিনিয়োগ করার আহ্বান জানান। তিনি বলেন, এখানে জেনে বুঝে বিনিয়োগ না করলে বড় দুর্দশার মধ্যে পড়তে হয়। যেটা আমার ক্ষেত্রেও হয়েছিল। বিএসইসি চেয়ারম্যান ড.এম খায়রুল হোসেন বলেন, ২০১০ সালের পর অর্থমন্ত্রীর হাত ধরেই অসংখ্য সংস্কারের ফলে আজ পুঁজিবাজার স্থিতিশীল হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑ অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মোঃ ইউনুুসির রহমান, বিএসইসির চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন, ক্রিকেটার সাকিব আল হাসান। বিকেলে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত হয়। এই উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, বিনিয়োগকারীদের অবশ্যই লেখাপড়া করে বিনিয়োগ করা উচিত। বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ শেষ হবে আগামী ৮ আগস্ট। আগামী ৩, ৬ ও ৭ অক্টোবর শেয়ারবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ, বিশ্ববিদ্যালয়, পেশাজীবী প্রতিষ্ঠানসমূহে সভা, সেমিনার ও ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে। ৪ অক্টোবর কনফারেন্স ও বিনিয়োগ শিক্ষা মেলা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান এতে উপস্থিত থাকবেন। প্রথম সেশনে বিনিয়োগ শিক্ষা ও বিনিয়োগকারীদের সুরক্ষা এবং দ্বিতীয় সেশনে বিনিয়োগ ও সংশ্লিষ্ট ঝুঁকি নিয়ে আলোচনা হবে। ৫ অক্টোবর বিভিন্ন বিনিয়োগ পণ্য ও খাত এবং শেয়ারবাজার ও অর্থনীতি : বিনিয়োগকারীদের ভূমিকা নিয়ে আলোচনা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নান। আর ৮ অক্টোবর বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত হবে। বিএসইসির শুভেচ্ছাদূত হলেন সাকিব শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ফিন্যান্সিয়াল লিটারেসির শুভেচ্ছাদূত হলেন তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। সোমবার বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদ্বোধনী দিনে বিএসইসির শুভেচ্ছাদূত হিসেবে সাকিবের নাম ঘোষণা করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মূলত, ফিন্যান্সিয়াল লিটারেসির মাধ্যমে দেশব্যাপী বিনিয়োগকারীদের বিনিয়োগ শিক্ষা দেয়ার কার্যক্রম শুরু করেছে বিএসইসি। এ কার্যক্রমে সাকিব আল হাসানকে শুভেচ্ছাদূত করার মাধ্যমে বিনিয়োগকারীদের এ শিক্ষার প্রতি আগ্রহী করতে চান কমিশন। বিএসইসি সূত্রে জানা যায়, বিনিয়োগ শিক্ষা কার্যক্রমকে সফলভাবে বিনিয়োগকারী ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা। এরই ধারাবাহিকতায় ফিন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রামের দূত হলেন সাকিব আল হাসান। হালনাগাদ তথ্যানুযায়ী, জুন মাসে উদ্বোধনের পর থেকে এ পর্যন্ত ৪৩ জন মুখ্য প্রশিক্ষক, ১ হাজার ৩১৭ জন প্রশিক্ষকসহ ৮ হাজার ৭৪৫ জন বিদ্যমান বিনিয়োগকারীকে শেয়ারবাজার সম্পর্কে প্রাথমিক ধারণা দেয়া হয়েছে। এর মাধ্যমে অর্থনীতি ও বিনিয়োগের বিভিন্ন দিক বিনিয়োগকারীরা বুঝতে সক্ষম হবেন। এতে বিনিয়োগকারীরা সচেতন হবেন এবং গুজব ও প্রলোভন থেকে বেরিয়ে আসবেন বলে মনে করছে বিএসইসি।
×