ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মঞ্চপাড়ায় একাধিক নাট্যোৎসব

প্রকাশিত: ০৪:০৪, ৩ অক্টোবর ২০১৭

মঞ্চপাড়ায় একাধিক নাট্যোৎসব

সাজু আহমেদ ॥ ঈদ-উল আযহার পর একাধিক নাট্যোৎসবে সরগরম হয়ে উঠেছে মঞ্চপাড়াখ্যাত বাংলাদেশ শিল্পকলা একাডেমির একাধিক মিলনায়তন। আগামী ৬ অক্টোবর থেকে দুই বাংলার নাট্যদলগুলোর অংশগ্রহণে শুরু হচ্ছে ‘গঙ্গা যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসব’। ১০ দিনব্যাপী এই উৎসব চলবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত। উৎসবে শিল্পকলা একাডেমির তিনটি মিলনায়তনে প্রতিদিন ৩টি করে দুই বাংলার মোট ২৯টি উল্লেখ্যযোগ্য নাটক মঞ্চস্থ হবে। এর পর আগামী ১২ অক্টোবর জাতীয় নৃত্য ও সঙ্গীতশালা মিলনায়তনে শুরু হচ্ছে প্রাঙ্গণেমোর নাট্যদলের বিশেষ উৎসব ‘প্রাঙ্গণেমোর নাট্য সপ্তাহ-২০১৭‘। উৎসবে প্রাঙ্গণেমোর প্রযোজিত ৭টি নাটক মঞ্চস্থ হবে। ওপার বাংলায় প্রাঙ্গণেমোরের একক নাট্য মঞ্চায়নের আগে এই আয়োজনের মাধ্যমে নিজেদের প্রযোজনাগুলো আরও একবার ঝালিয়ে নিতে চাইছে তারা। গত ৩০ সেপ্টেম্বর থেকে শিল্পকলা একডেমির জাতীয় নাট্যশালা, স্টুডিও থিয়েটার হল এবং জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে পিপলস থিয়েটার এ্যাসোসিয়েশন (পিটিএ) উদ্যোগে শুরু হয়েছে ৬ দিনব্যাপী যুব নাট্যোৎসব। উৎসব চলবে ৫ অক্টোবর পর্যন্ত। এই উৎসবে যুব থিয়েটারের মোট ১৮ নাট্যদল অংশ নিচ্ছে। এছাড়া ঢাকার অদূরে সাভারের এনাম মেডিক্যাল মিলনায়তনে আগামী ৬ থেকে ৮ অক্টোবর পর্যন্ত ‘সিক্রেট অব হিস্ট্রি’ নাটকের তিনটি বিশেষ মঞ্চায়নের উদ্যোগ নিয়েছে বুনন থিয়েটার। গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসব : গঙ্গা-যমুনা নাট্যোৎসব পর্ষদের উদ্যোগে ষষ্ঠবারের মতো আয়োজন করা যাচ্ছে ‘গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসব-২০১৭’। আগামী ৬ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ১০ দিনব্যাপী বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা, এক্সপেরিমেন্টাল থিয়েটার হল ও স্টুডিও থিয়েটার হলে অনুষ্ঠিত হবে। এতে ভারতের ৩টি ও ঢাকার ২৫টি নাট্যদল এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রযোজনাসহ মোট ২৯টি নাট্যদলের মঞ্চনাটক মঞ্চস্থ হবে। পাশাপাশি উৎসব প্রাঙ্গণের উন্মুক্ত মঞ্চে ৬৩টি সংগঠনের আবৃত্তি, সঙ্গীত, নৃত্য ও পথনাটক পরিবেশিত হবে। এবারের উৎসবটি সদ্যপ্রয়াত কলকাতার অনীক নাট্যদলের প্রধান নাট্যজন অমলেশ চক্রবর্তীর উদ্দেশে উৎসর্গ করা হয়েছে। উন্মুক্ত মঞ্চের সাংস্কৃতিক পর্ব প্রতিদিন ৪টা থেকে ৬-৩০ মিনিট পর্যন্ত এবং মঞ্চনাটক প্রতিদিন সন্ধ্যা ৭টায় শুরু হবে। ৬ অক্টোবর সন্ধ্যা ৬টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে ১০ দিনব্যাপী ‘গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসব-২০১৭’ এর উদ্বোধন করবেন বরেণ্য নাট্যশিল্পী আলী যাকের। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি, সম্মানিত অতিথি থাকবেন ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা, বিশেষ অতিথি থাকবেন নাট্যজন রামেন্দু মজুমদার, নাট্যকার নির্দেশক অভিনেতা নাট্যজন মামুনুর রশীদ এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক নাট্যজন লিয়াকত আলী লাকী। স্বাগত বক্তব্য রাখবেন উৎসব পর্ষদের সদস্য সচিব নাট্যজন আকতারুজ্জামান। সভাপতিত্ব করবেন উৎসব পর্ষদের আহ্বায়ক সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুছ। উদ্বোধনী কোরিওগ্রাফি পরিবেশন করবে স্পন্দন। বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, ইন্ডিয়া বাংলাদেশ ফাউন্ডেশন এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় ‘গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসব-২০১৭’ উদযাপিত হবে। উৎসবের উদ্বোধনী দিনে মঞ্চস্থ হবে প্রাচ্যনাটের ‘সার্কাস সার্কাস’, প্রাঙ্গণেমোরের ‘কনডেমড সেল’ এবং লোকনাট্যদল (বনানী) ‘বৈকুন্ঠের খাতা’। দ্বিতীয় দিন ঢাকা থিয়েটারের ‘ধাবমান’, সময়ের ‘যযাতি’, নাট্যচক্রের ‘মৃত্যুক্ষুধা’, তৃতীয় দিন কলকাতার দক্ষিণ রুচিরঙ্গর ‘বর্ণ পরিচয়’, পদাতিক নাট্য সংসদের ‘গহন যাত্রা’, চতুর্থ দিন গণকৃষ্টি কলকাতার ‘তোমার আমি’, কণ্ঠশীলনের ‘যাদুর লাটিম’, নাট্যতীর্থের ‘কমলা সুন্দরী, পঞ্চম দিন শিল্পকলা একাডেমির ‘হ্যামলেট’, ঢাকা পদাতিকের ‘পাইচো চোরের কিচ্ছা’, ম্যাড থেটারের ‘নদ্দিউ নতিম’, ষষ্ঠদিন আরণ্যকের ‘দ্য জুবলি হোটেল’, থিয়েটার আর্ট ইউনিটের ‘কোর্ট মার্শাল’, কলকাতার রঙ্গপীঠের ‘শাদী পয়গাম’, সপ্তমদিন নাগরিক নাট্যাঙ্গনের ‘গহর বাদশা ও বানেছা পরী’, শব্দনাট্য চর্চাকেন্দ্রের ‘চম্পাবতী’, ভিশন থিয়েটারের ‘গালিভারের সফর’, অষ্টম দিন লোকনাট্যদলের ‘কঞ্জুস’, থিয়েটারের ‘মুক্তি’, থিয়েটার স্কুল প্রাক্তনীর ‘প্রথমপার্থ’ নবম দিন কলকাতার অনীক নাট্যদলের ‘শকুন্তলা’, সুবচন নাট্য সংসদের ‘মহাজনের নাও’, বহুবচনের ‘অনিকেত সন্ধ্যা, দশম দিন দেশ নাটকের ‘সুরগাঁও’, নাট্যম রেপার্টরীর ‘দমের মাদার’ এবং জয়যাত্রার ‘প্রীতিলতা’। প্রাঙ্গণেমোর নাট্য সপ্তাহ-২০১৭ : শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা ভবনে আগামী ১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিশেষ নাট্য আয়োজন ‘প্রাঙ্গণেমোর নাট্য সপ্তাহ-২০১৭’। এ আয়োজনে দলের ৭টি নাটক মঞ্চস্থ হবে। আয়োজনের উদ্বোধনী দিনে মঞ্চস্থ হবে নূনা আফরোজ রচিত ও নির্দেশিত নাটক ‘আমি ও রবীন্দ্রনাথ’। এর পর পর্যায়ক্রমে মঞ্চস্থ হবে, সৈয়দ শামসুল হক রচিত এবং অনন্ত হিরা নির্দেশিত ‘ঈর্ষা’, চিত্তরঞ্জণ ঘোষ রচিত ও অনন্ত হিরা নির্দেশিত ‘শ্যামা প্রেম’, অনন্ত হিরা রূপান্তরিত এবং নূনা আফরোজ নির্দেশিত ‘শেষের কবিতা’, শিশির রহমান রচিত ও নির্দেশিত ‘বিবাদী সারগাম’, মোহিত চট্টেপাধ্যায় রচিত ও অনন্ত হিরা নির্দেশিত ‘আওরঙ্গজেব’ এবং অনন্ত হিরা রচিত ও আওয়াল রেজা নির্দেশিত ‘কনডেমড সেল’। পিপলস থিয়েটার এ্যাসোসিয়েশনের যুবনাট্য উৎসব : সংস্কৃতি মানুষের মধ্যে মানবিকতাবোধ জাগ্রত করে। এক মানবিক ও সংস্কৃতিমনস্ক আগামী প্রজন্ম গড়ে তোলার প্রত্যয় নিয়ে ষষ্ঠবারের মতো জাতীয় যুবনাট্য উৎসব শুরু হয়েছে। পিপলস থিয়েটার এ্যাসোসিয়েশন (পিটিএ) এ উৎসবের আয়োজন করেছে। এতে সহযোগিতা দিচ্ছে শিল্পকলা একাডেমি।৩০ সেপ্টেম্বর ছয়দিনের এ উৎসবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী। ৫ অক্টোবর পর্যন্ত শিল্পকলা একডেমির জাতীয় নাট্যশালা, স্টুডিও থিয়েটার হল এবং জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে প্রতিদিন একাধিক নাটকের প্রদর্শনী হচ্ছে। উৎসবে সারাদেশের ৯টি বিশ্ববিদ্যালয় ও কলেজ এবং ১৮টি যুব নাট্যদল অংশ নিচ্ছে। উৎসবে নাট্য প্রদর্শনীর পাশাপাশি কর্মশালা, ক্লাউন শো, থিয়েটার গেমস, পারফর্মেন্স আর্ট, ইলাস্ট্রেশন আর্ট, সংবাদপত্রের সংবাদভিত্তিক (ইম্পোভাইজ) নাটকসহ ১ অক্টোবর ‘যুব সাংস্কৃতিক কংগ্রেস’র আয়োজন করা হয়। অন্ন সংগ্রহের অন্যরকম উৎসব ‘সিক্রেট অব হিস্ট্রি’ : বুনন থিয়েটার তাদের নন্দিত প্রযোজনা ‘সিক্রেট অব হিস্ট্রি’ নাটকের তিনটি বিশেষ মঞ্চায়নের উদ্যোগ নিয়েছে। ঢাকার অদূরে সাভারের এনাম মেডিক্যাল মিলনায়তনে আগামী ৬ থেকে ৮ অক্টোবর পর্যন্ত নাটকটির তিনটি বিশেষ প্রদর্শনী হবে। জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক আনন জামান রচিত এবং শুদ্ধমান চৈতন নির্দেশিত ‘সিক্রেট অব হিস্ট্রি’ নাটকের মঞ্চায়ন হবে। জেলখানায় জাতীয় চার নেতা হত্যা ঘটনা নিয়ে নাটকটি রচিত হয়েছে। এ প্রসঙ্গে নাট্যকার ও নির্দেশক আনন জামান বলেন, নাটকের মঞ্চায়ন থেকে অর্থ আদবর এলাকার যৌনকর্মীদের সুবিধাবঞ্চিত শিশুদের খাদ্য ক্রয় ও অন্যান্য সহায়তায় ব্যয় করা হবে।
×