ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অপরাধ কর...

প্রকাশিত: ০৪:০৪, ৩ অক্টোবর ২০১৭

অপরাধ কর...

সংযুক্ত আরব আমিরাতে এবার থেকে তামাকজাত দ্রব্য, সফট ও এনার্জি ড্রিঙ্কস খেলে দিতে হবে ‘অপরাধ কর’! রবিবার থেকে চালু হওয়া এই কর অনুযায়ী, তামাক ও এনার্জি ড্র্রিঙ্কের ওপর ১০০ শতাংশ এবং সফট ড্র্রিঙ্কের ওপর ৫০ শতাংশ কর দিতে হচ্ছে। শনিবার থেকে তাই স্টক রাখার প্রবণতা দেখা যায় বিভিন্ন দোকানে। -ইকোনমিক টাইমস বিদ্যুত বিল ৭৭ কোটি! ভারতের ছত্তিশগড় রাজ্যের মহাসমুন্দ এলাকার রাম প্রসাদ নামে এক কৃষকের কাছে এক মাসের বিদ্যুত বিল এসেছে ৭৭ কোটি রুপী। সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবারে সেপ্টেম্বর মাসে ৭৬ কোটি ৭৩ লাখ রুপীর বিল পেয়ে বিদ্যুত দফতরে গিয়ে দেখা যায়, গরুণ কুমার ও দোজ কুমার দেবগণ নামে দু’জন কর্মচারী এই কেলেঙ্কারির সঙ্গে যুক্ত। পরে তাদের বরখাস্ত করা হয়। সংশোধনের পর ১,৮২০ রুপীর বিল হয় রাম প্রসাদের। -জি নিউজ
×