ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুর্নীতি দমন আদালতে নওয়াজের ফের হাজিরা

প্রকাশিত: ০৪:০৩, ৩ অক্টোবর ২০১৭

দুর্নীতি দমন আদালতে নওয়াজের ফের হাজিরা

পাকিস্তানের বরখাস্তকৃত প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ সোমবার দ্বিতীয়বারের মতো দুর্নীতি দমন আদালতে হাজিরা দিয়েছেন। খবরে বলা হয় তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে তার ঠাঁই হবে কারাগারে। খবর -এএফপি। এলিট পুলিশ বাহিনীর কড়া পাহারায় নওয়াজ শরীফ তার বিলাসবহুল গাড়িতে চড়ে আদালতে হাজির হন। এ সময় তার সমর্থকরা তার সমর্থনে সেøাগান দিয়ে যাচ্ছিল। আদালত ভবনের ওপর এ সময় একটি হেলিকপ্টার চক্কর দিতে দেখা যায়। সাবেক এই প্রধানমন্ত্রী আদলতে পৌঁছার পর স্বরাষ্ট্রমন্ত্রী আহসান ইকবালসহ বহু সরকারী কর্মকর্তা, আইনজীবী ও সংবাদকর্মী আদালত গৃহে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী মানব প্রাচীর গড়ে তুলে তাদের বাধা দেয়। পানামা পেপার দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে পরিচালিত এক তদন্তে সে দেশের সুপ্রীমকোর্ট গত জুলাই মাসে নওয়াজ শরীফ ও তার পরিবারকে দোষী সাব্যস্ত করে এবং নওয়াজ ক্ষমতাচ্যুত হন। সে সময় বিভিন্ন গণমাধ্যমে নওয়াজ পরিবারের বিলাসবহুল জীবন যাপন ও লন্ডনে বিত্ত-বৈভবের চমকপ্রদ সব তথ্য উঠে আসে। সে সময় সুপ্রীমকোর্ট নওয়াজের প্রধানমন্ত্রীত্ব কেড়ে নেয়া ছাড়াও তাকে সব ধরনের সরকারী দফতরে অবাঞ্ছিত ঘোষণা করে।
×