ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কিম জং ন্যাম হত্যার বিচার শুরু ॥ অভিযুক্ত দুই নারীর দোষ অস্বীকার

প্রকাশিত: ০৪:০৩, ৩ অক্টোবর ২০১৭

কিম জং ন্যাম হত্যার বিচার শুরু ॥ অভিযুক্ত দুই নারীর দোষ অস্বীকার

উত্তর কোরীয় নেতার বৈমাত্রেয় ভাই কিম জং ন্যামের হত্যাকা-ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক দুই নারীকে তার আইনজীবীরা নির্দোষ বলে দাবি করেছেন। মালয়েশিয়ার এক আদালতে তাদের বিচার কাজ শুরু হয়েছে। বিবিসি। মারাত্মক বিষাক্ত ভি-এক্স রাসায়নিক পদার্থ ব্যবহারের মাধ্যমে গত ফেব্রুয়ারিতে প্রকাশ্য দিবালোকে কিম ন্যামের এই গর্হিত হত্যাকা- সমগ্র বিশ্বকে হতবাক করে দেয়। কিম ন্যাম কুয়ালালামপুর বিমানবন্দরের বাইরে যাওয়ার ফ্লাইট ধরার অপেক্ষায় ছিলেন। এ সময় দোয়ান থি হুয়ং (২৯) নামের এক ভিয়েতনামী নারী এবং সিতি আয়েশা (২৫) নামের একজন ইন্দোনেশীয় তার মুখে ভি-এক্স রাসায়নিক পদার্থ লেপন করে দেয়। বিমানবন্দরের সিসিটিভি ফুটেজেও এই দুই নারীর ভিড় ঠেলে কিম ন্যামের কাছে যাওয়া এবং তার মুখে রাসায়নিক পদার্থ লেপে দেয়ার দৃশ্য ধরা পড়েছে। আদালতে আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে এই দুই নারী বলেন, তারা উত্তর কোরীয় গোয়েন্দাদের চালাকিতে বিভ্রান্ত হয়ে এ কাজ করেন। মার্কিন বিমানের ভুলে ১০ আফগান সেনা নিহত আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে তালেবানবিরোধী এক অভিযান চালানোর সময় ভুল করে চালানো বিমান হামলায় নিরাপত্তা বাহিনীর ১০ সদস্য নিহত ও অপর নয়জন আহত হয়েছে। হেলমান্দের গবর্নর হায়াতুল্লাহ হায়াত জানিয়েছেন, প্রদেশের গেরেশ্ক জেলায় তালেবানবিরোধী অভিযানের সময় ভুল করে আফগান সেনা অবস্থানের ওপরই বিমান হামলা চালানো হয়। নিউইয়র্ক টাইমস।
×