ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৫ লাখ রোহিঙ্গাকে খাদ্য দেবে ডব্লিউএফপি

প্রকাশিত: ০৮:৩৬, ১ অক্টোবর ২০১৭

৫ লাখ রোহিঙ্গাকে খাদ্য দেবে ডব্লিউএফপি

স্টাফ রিপোর্টার ॥ মিয়ানমার থেকে পালিয়ে আসা ৫ লাখ রোহিঙ্গাকে খাদ্য সহযোগিতা দেবে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচী (ডব্লিউএফপি)। শনিবার রাজধানীর একটি হোটেলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সঙ্গে সাক্ষাত করে ডব্লিউএফপির নির্বাহী পরিচালক ডেভিড বিলসে এ আশ্বাস দিয়েছেন। এ সময় ডব্লিউএফপির নির্বাহী পরিচালককে মায়া বলেন, ইউনিসেফ রোহিঙ্গা শিশুদের শিক্ষার ব্যবস্থা করবে। রোহিঙ্গাদের দীর্ঘ মেয়াদে বাংলাদেশে রাখা সম্ভব হবে না।
×